সোমবার মেঘালয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপুরে মেঘালয়ে পৌঁছন তাঁরা। এদিন উমরোই বিমানবন্দরে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা জানান সে রাজ্যের তৃণমূল নেতা কর্মীরা।
তিনদিনের মেঘালয় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এর আগে নভেম্বরেও একবার মেঘালয় সফরে গিয়েছিলেন অভিষেক।
আগামী বছরই মেঘালয়ে বিধানসভা ভোট। তার আগে সে রাজ্যে তৃণমূল নেত্রীর এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনীতির কারবারিদের। গত বছর নভেম্বরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তাঁর সঙ্গে আরও ১১ জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দেন। নিঃসন্দেহে সেই রাজ্যে গত এক বছরে বেশ অনেকটাই শক্তি বেড়েছে ঘাসফুলের।
২০২৩ সালে মেঘালয়ে বিধানসভা ভোটের আগে সে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল আরও শক্তি বাড়াতে মরিয়া।
ইতিমধ্যেই মেঘালয়ের নেতা মুকুল সাংমা জানিয়েছেন, দলের সমস্ত নেতা, কর্মীরা দলের সুপ্রিমোর সঙ্গে দেখা করতে পারবেন। তাই সকলে খুব খুশি।
১৩ ডিসেম্বর শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে তৃণমূলের একটি কর্মিসভা রয়েছে। এদিন বিকেলে শিলংয়ে একটি প্রাক ক্রিসমাস অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে মমতার।
মেঘালয়ে পৌঁছেই ফেসবুকে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন মমতা। পাহাড়ে ঘেরা মেঘালয়ের সৌন্দর্যে মুগ্ধ তিনি। এ রাজ্যে পৌঁছনোর পর চওড়া হাসির মুখগুলো যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন, তা তাঁর মন ছুঁয়ে গিয়েছে বলেও লেখেন বাংলার মুখ্যমন্ত্রী।