কলকাতা: ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার ঝাড়খণ্ডের জামতাড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুইজনের। আহত হয়েছেন আরও ১২ জন। এই ঘটনা নিয়ে গতকালই প্রধানমন্ত্রাী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখপ্রকাশ করেন। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন।
বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, “আরও একটি রেল দুর্ঘটনার খবর শুনে অত্যন্ত দুঃখিত। আমাদের সীমান্তের কাছেই ঝাড়খণ্ডের জামতাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।”
Saddened to note of yet another rail accident case involving deaths and injuries of several persons.
Jamtara in Jharkhand, near our border, is the site of this latest tragedy.
We express solidarity with our neighbour, express condolences for the victim families, and urge the…
— Mamata Banerjee (@MamataOfficial) February 29, 2024
মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মুখ্যমন্ত্রী রেলের কাছে বারংবার এই ধরনের ত্রুটি, যার কারণে এমন দুর্ঘটনা ঘটছে, তা এড়ানোর অনুরোধ করেন।
প্রসঙ্গত, বুধবার ঝাড়খণ্ডের জামতাড়া জেলার কালাঝারিয়া রেল স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রেললাইন ধরে হাঁটছিলেন কয়েকজন। সেই সময়ই ওই লাইন দিয়ে আসছিল ঝাঁঝা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। অন্ধকার থাকায় যাত্রীদের দেখতে পাননি ট্রেনচালক। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুইজনের। আহত কমপক্ষে আরও ১২ জন।
রেলের তরফে ইতিমধ্যেই তিন সদস্যের তদন্তকারী দল গঠন করা হয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য। প্রাথমিক সূত্রে খবর, ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেসে আচমকাই আগুন লাগার গুজব ছড়িয়েছিল। ওই খবর পেয়েই কিছু যাত্রী ট্রেন থেকে রেললাইনে নেমে পড়েন। তার জেরেই দুর্ঘটনা ঘটে।