ভোট পরবর্তী হিংসায় অসমে আশ্রয় নেওয়া বিজেপি সমর্থকদের দেখতে যাচ্ছেন রাজ্যপাল

ঋদ্ধীশ দত্ত |

May 12, 2021 | 6:22 PM

এ দিন টুইট করে এই বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। বিষয়টি নিয়ে পালটা কটাক্ষ করা হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও।

ভোট পরবর্তী হিংসায় অসমে আশ্রয় নেওয়া বিজেপি সমর্থকদের দেখতে যাচ্ছেন রাজ্যপাল
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: বাংলায় ভোট পরবর্তী হিংসার জেরে বহু বিজেপি সমর্থকদের পরিবারকে ঘর ছেড়ে আশ্রয় নিতে হয়েছিল অসমে। একটি টুইটে ছবি প্রকাশ করে দিনকয়েক আগে সেই অভিযোগ তুলছিলেন অসমের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেই মতো হিংসা উপদ্রুত সেই পরিবারগুলির সঙ্গে দেখা করতে এ বার অসমেও যাবেন বলে ঠিক করেছেন রাজ্যপাল। এ দিন টুইট করে এই বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। বিষয়টি নিয়ে পালটা কটাক্ষ করা হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও।

এ দিন টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় অসমের রং গোপালী এবং শ্রীরামপুরের উদ্বাস্তু শিবিরগুলিতে যাবেন এবং পশ্চিমবঙ্গের হিংসায় ঘর ছেড়ে অসমে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে দেখা করবেন।” আগামি পরশু, অর্থাৎ শুক্রবার সকাল ৯ টা ৪৫ মিনিটে বিএসএফের হেলিকপ্টারে সেখানে পৌঁছবেন তিনি। আগামিকাল কোচবিহারে থেকে এরপর অসমে যাবেন ধনখড়। যদিও ভোট পরবর্তী হিংসায় কবলিত এলাকাগুলি পরিদর্শনে যাওয়ার জন্য রাজ্যের হেলিকপ্টার চেয়েছিলেন তিনি। রাজ্য সরকার রাজি না হওয়ায় সেনার কপ্টারই এখন তাঁর ভরসা।

আরও পড়ুন:  ‘ইতিবাচক থাকতে সরকারের অন্ধ প্রচারক হতে হবে’! মোদী সরকারকে তুলোধোনা রাহুল-পিকের

অসমের মুখ্যমন্ত্রীর অভিযোগের বিষয়টি খুব একটা গম্ভীরভাবে নেননি মমতা। এই বিষয়ে তাঁকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এটা খুব স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকদিনই অসম থেকে বাংলায় লোক আসে বাংলা থেকে অসমের লোক যায়, সাধারণত সীমান্ত এলাকায় এটা হামেশাই হয়।” অন্যদিকে, রাজ্যপালের সফর নিয়ে পালটা তোপ দেগেছেন কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহ। তিনি ফেসবুকে লেখেন, “রাজ্যপাল মহোদয় ভুলেই গেছেন,আমি অ্যাপোলোতে ভর্তি। বিজেপির হাতে আক্রান্ত আমাকে দেখতে দিনহাটা যাচ্ছেন।”

আরও পড়ুন:  বাংলার মাটিতে তৈরি হোক ভ্যাকসিন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আন্তর্জাতিক সংস্থাকেও আহ্বান মমতার

 

 

Next Article