‘ইতিবাচক থাকতে সরকারের অন্ধ প্রচারক হতে হবে’! মোদী সরকারকে তুলোধোনা রাহুল-পিকের

ঋদ্ধীশ দত্ত |

May 12, 2021 | 5:36 PM

দু'জনেরই বক্তব্য, বাস্তব পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এই চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।

ইতিবাচক থাকতে সরকারের অন্ধ প্রচারক হতে হবে! মোদী সরকারকে তুলোধোনা রাহুল-পিকের
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় নরেন্দ্র মোদী সরকারের ভূমিকা নিয়ে সমালোচনায় মুখর হয়েছে আন্তর্জাতিক মহল। একাধিক বিদেশি সংবাদ মাধ্যম রীতিমতো তুলোধোনা করেছে কেন্দ্রীয় সরকারকে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর ‘ভাবমূর্তি’ পুনরুদ্ধারে কোমর বেঁধে নেমেছে বিজেপিও। গেরুয়া শিবিরের এই প্রচেষ্টাকেই এ বার একযোগে নিশানায় নিয়েছেন তৃণমূলের ‘প্রাক্তন’ ভোটকুশলী প্রশান্ত কিশোর এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দু’জনেরই বক্তব্য, বাস্তব পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এই চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।

ঘটনা হচ্ছে, গোটা বিশ্বের সমালোচনায় বিদ্ধ কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা সম্প্রতি দেশের মানুষকে ‘ইতিবাচক’ থাকার বার্তা দিয়েছেন। যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাহুল গান্ধী লিখেছেন, “যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন এবং অক্সিজেন, হাসপাতাল, ওষুধের অভাবে হয়রান হচ্ছেন, তাঁদের জন্য এই ইতিবাচক থাকার আশ্বাস পরিহাস মাত্র। কারও মাথা বালিতে গুঁজে দেওয়াটা ইতিবাচকতা নয়, এটা আমাদের জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা৷”

প্রশান্ত কিশোরও টুইট করে কার্যত একই ভাষায় আক্রমণ করেছেন মোদী সরকারকে। তিনি লেখেন, “চারিদিকে শোক এবং স্বজন বিয়োগের ঘটনাগুলির মধ্যে এই ইতিবাচকতা ছড়ানোর মতো মিথ্যাচার এবং প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টাকে ধিক্কার জানাই। ইতিবাচক হওয়ার জন্য আমাদের সরকারের অন্ধ প্রচারক হওয়ার প্রয়োজন নেই।”

আরও পড়ুন: ‘দেশ আগে’, বিধায়ক পদ থেকে ইস্তফা নিশীথ-জগন্নাথের, বসে দেখলেন পার্থ-পরেশ

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে কেন্দ্রের ব্যর্থতার ছবি গোটা বিশ্বে প্রচারিত হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদীর ‘ভাবমূর্তি’ রক্ষার্থে ইতিবাচক থাকার বার্তা দিয়ে মাঠে নেমেছে বিজেপি এবং আরএসএস। সেই চেষ্টাকেই এ দিন একহাত নিয়েছেন রাহুল এবং প্রশান্ত।

আরও পড়ুন: ‘কেন বাংলায় বিজেপির হার?’ বিশ্বভারতীতে আলোচনা চক্রের ডাক দিয়ে বিতর্কে উপাচার্য

 

Next Article