নয়া দিল্লি: পুরনিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। পুরসভাগুলির নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। সে সংক্রান্ত এক মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে এবার সুপ্রিম-স্থগিতাদেশ। ইডি, সিবিআই যে তদন্ত করছে, সেই নির্দেশে এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় সিবিআইয়ের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মূলত ধৃত অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া নথির রেশ ধরে এই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যায়।
প্রোমোটার অয়ন শীলের বাড়ি থেকে একাধিক নিয়োগ সংক্রান্ত নথি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, সেখানে ছিল রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগসংক্রান্ত কাগজপত্রও। তাতেই তদন্তকারীরা সন্দেহ করেন, এই নিয়োগ দুর্নীতি শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও হয়েছে। পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য আদালতের দ্বারস্থ হয় এজেন্সি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ নির্দেশ দেয়, পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত করতে পারবে সিবিআই।
যদি মনে করে নতুন করে এফআইআরও দায়েরের অধিকার দেওয়া হয় সিবিআইকে। এমনকী অয়ন শীলের বাড়ি থেকে ইডি যে নথি উদ্ধার করে, সিবিআই সেই সমস্ত নথির সূত্র ধরে সিবিআই তদন্ত এগিয়ে নিতে যেতে পারবে বলেও জানায় হাইকোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে রাজ্যকে সবরকম সহযোগিতা করার। সাতদিনের জন্য এই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে রিভিউ পিটিশন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।