মোদীর রাজ্যকে টপকে টিকাকরণে চার নম্বরে বাংলা, দৈনিক টিকাকরণেও সেরা তিনে রাজ্য 

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 24, 2021 | 1:11 PM

দৈনিক টিকাকরণ(Daily COVID Vaccination)-র নিরিখেও রাজ্য নজির গড়েছে। গত ২৩ মার্চ রাজ্যে প্রায় দুই লক্ষ মানুষকে টিকা দিয়ে টিকাকরণের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ(West Bengal)। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট (Gujarat) ও রাজস্থান(Rajasthan)।

মোদীর রাজ্যকে টপকে টিকাকরণে চার নম্বরে বাংলা, দৈনিক টিকাকরণেও সেরা তিনে রাজ্য 
টিকাকরণে বড় সাফল্য বাংলার। ছবি:PTI

Follow Us

কলকাতা: দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (COVID-19)। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের। এই পরিস্থিতিতে যেখানে কেন্দ্রের তরফে টেস্ট(Test), ট্রাক (Track) ও ট্রিটমেন্ট(Treatment)-র উপর জোর দেওয়া হচ্ছে, সেই মুহূর্তেই টিকাকরণে নতুন কৃতিত্বের পালক উঠল রাজ্যের মুকুটে। গুজরাট(Gujarat), কর্নাটক(Karnataka), কেরল(Kerala)-কে পিছনে ফেলে সারা দেশে টিকাকরণে চতুর্থ স্থানে উঠে এল পশ্চিমবঙ্গ(West Bengal)।

সম্পূর্ণ টিকাকরণ পদ্ধতিতে নজর রাখতে কেন্দ্রের তরফে কো-উইন অ্যাপ (Co-WIN App) চালু করা হয়েছে। টিকাকরণ সংক্রান্ত যাবতীয় নথি তুলে ধরা হয় সেই অ্যাপে। কেন্দ্রীয় পোর্টালের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের টিকাকরণ প্রক্রিয়ায় চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এখনও অবধি রাজ্যে মোট ৪২ লাখ ৮৬ হাজার ২২৩ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে গতকালই টিকা পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯৩৯ জন।

চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া গণটিকাকরণ কর্মসূচি চালু হওয়ার পরই প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও প্রথমসারির করোনা যোদ্দাদের টিকা দেওয়া হয়েছে। চলতি মাসের শুরু থেকে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হয়েছে, এই পর্যায়ে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ৪৫ উর্ধ্ব কো-মর্ডিবিটি (Co-Mordibity) যুক্ত ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১ এপ্রিল থেকে ৪৫ উর্ধ্ব ব্যক্তিরাও টিকা নিতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

কর্নাটক, কেরলের মতো একাধিক রাজ্য এখনও পর্যন্ত ৩০ লক্ষের গণ্ডি পার করতে পারেনি, সেখানে বুধবার ভোর পাঁচটা অবধি বাংলায় মোট ৪২ লক্ষ ৮৬ হাজার ২২৩ জন করোনা টিকা নিয়েছেন। টিকাকরণের দৌড়ে প্রথম স্থানে রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। সেখানে এখনও অবধি মোট ৪৯ লাখ ৬১ হাজার ৩৬৭ জন করোনা টিকা নিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে সংক্রমণের নিরিখে প্রথম স্থানে থাকা মহারাষ্ট্র। সেখানে এখনও অবধি ৪৯ লাখ ১২ হাজার ৪৭৪ জন করোনা টিকা পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান, সেই রাজ্যে এখনও অবধি ৪৬ লাখ ৪৪ হাজার ২১৯ জন টিকা নিয়েছেন।

দৈনিক টিকাকরণের নিরিখেও রাজ্যের সাফল্য উল্লেখযোগ্য। ২৩ মার্চ রাজ্যে প্রায় দুই লক্ষ মানুষকে টিকা দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। প্রথম স্থানে রয়েছে গুজরাট, সেখানে গতকাল ২ লাখ ২৪ হাজার ১৬ জন করোনা টিকা পেয়েছেন। রাজস্থানে ১ লাখ ৯৮ হাজার ৫৮৯ জন টিকা নেওয়ায় দৈনিক টিকাকরণের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। পশ্চিমবঙ্গের পরে রয়েছে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, কেরল, উত্তর প্রদেশ।

তবে দেশের মতোই রাজ্যেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০৪ জন, মৃত্যু হয়েছে দুই জনের। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৬৫৬। গত ২৪ ঘণ্টায় কেবল কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ১২৬ জন। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ২৮ জন।

এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৮১ হাজার ৪০৩-এ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজ্যের ১৯টি জেলায় করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। সেই জেলাগুলিতে বিশেষ নজরদারি ও কোভিডবিধিতে কড়াকড়ির নির্দেশও দেওয়া হয়েছে।

তবে টিকাকরণ নিয়ে আশাবাদী রাজ্যের স্বাস্থ্যকর্তারা। যে গতিতে টিকাকরণ কর্মসূচি এগোচ্ছে, তাতে আগামিদিনে শীর্ষে উঠে আসবে বাংলা, এমনটাই আশা তাঁদের।

আরও পড়ুন: ‘দ্বিতীয় ঢেউ’য়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ হাজার ২৬২, করোনাবিধি মানাতে কড়া নির্দেশিকা কেন্দ্রের

Next Article