Agnimitra Paul: ‘তৃণমূল কে? নোটার থেকেও কম ভোট পায়’, হঠাৎ কেন এমন মন্তব্য অগ্নিমিত্রার?

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 19, 2023 | 9:38 PM

TMC: সূত্রের খবর, এই ত্রিপুরার ভোটের প্রস্তুতি নিয়ে শুক্রবার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৈঠক রয়েছে। ত্রিপুরার নেতৃত্বর থাকার কথা সেই বৈঠকে।

Agnimitra Paul: তৃণমূল কে? নোটার থেকেও কম ভোট পায়, হঠাৎ কেন এমন মন্তব্য অগ্নিমিত্রার?

Follow Us

কলকাতা: বাংলায় পঞ্চায়েত ভোটের আবহ। এরইমধ্যে তিন রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। নাগাল্যান্ড (Nagaland), ত্রিপুরা (Tripura) ও মেঘালয়ে (Meghalaya) ভোটের দিন ঘোষণা করা হয়েছে। এরমধ্যে মেঘালয় ও ত্রিপুরা নিয়ে ময়দানে রাজ্যের শাসকদল তৃণমূলও। মেঘালয়ে তৃণমূল প্রধান বিরোধী দল। ত্রিপুরাতেও সংগঠন অনেকটাই বাড়িয়েছে ঘাসফুল শিবির। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরার ভোট, নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট গ্রহণ ২৭ ফেব্রুয়ারি। সূত্রের খবর, এই ত্রিপুরার ভোটের প্রস্তুতি নিয়ে শুক্রবার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৈঠক রয়েছে। ত্রিপুরার নেতৃত্বর থাকার কথা সেই বৈঠকে। প্রার্থী বাছাই থেকে কতগুলি আসনে সেখানে তৃণমূল লড়াই করবে সব নিয়ে আলোচনা হওয়ার কথা। অন্যদিকে বিজেপিরও বিশেষ দল যাচ্ছে ত্রিপুরায়। ত্রিপুরায় ভোটের কাজে এ রাজ্য থেকে বিজেপির ৪৩ জনের টিম যাবে বলে জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বিজেপির ৮ জন বিধায়কেরও যাওয়ার কথা। চলতি সপ্তাহে তাঁরা ত্রিপুরা পৌঁছবেন বলে খবর। রাজ্য কমিটির বৈঠকের পরে বিজেপি বিধায়করা যাবেন। তৃণমূলের ত্রিপুরা ভোট নিয়ে প্রস্তুতি জোরদার হলেও, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, নোটার থেকেও যারা কম ভোট পায়, তাদের নিয়ে বলারই দরকার নেই।

এদিন অগ্নিমিত্রা পল বলেন, “আমরা প্রায় ৪৩ জন যাচ্ছি। আমাদের রাজ্য থেকে টিম ঠিক করা হয়েছে। ইতিমধ্যেই একটা দল চলে গিয়েছে। ২০ জানুয়ারি ও ২১ জানুয়ারি আমাদের রাজ্যের সংগঠনের একটা বৈঠক আছে দুর্গাপুরে। তাই কয়েকজন ২২ তারিখ রওনা দেবেন ত্রিপুরায়। কয়েকজন ২৩ জানুয়ারি যাবেন। আমাদের ত্রিপুরায় অত্যন্ত জোরদার সংগঠন রয়েছে। তবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটা দল যাচ্ছে তাদের সহযোগিতা করার জন্য। আমরা খুবই খুশি যে আমরা অনেক কিছু শিখে আসতে পারব। ত্রিপুরায় সরকার আমাদের। তারা কীভাবে ভোটে লড়াই করে বা কীভাবে প্রতিবন্ধকতা মোকাবিলা করে সেগুলি শিখে এসে এখানে আমরা প্রয়োগ করতে পারব। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা শিখতে যাচ্ছি।”

ইতিমধ্য়েই প্রশ্ন উঠছে তৃণমূলের প্রস্তুতি, দলের শীর্ষ নেতাদের ত্রিপুরা যাওয়ার খবরেই কি বিজেপিকে আলাদা করে দল পাঠাতে হচ্ছে পড়শি রাজ্যে? এ নিয়ে অগ্নিমিত্রা পলকে জিজ্ঞাসা করা হলে তাঁর বক্তব্য, “একেবারেই এ কথার কোনও অর্থ নেই। গুজরাটেও তো ভোট হল। একটা টিম গিয়েছিল। মহিলা মোর্চার একটা দল গিয়েছিল। কয়েকজন বিধায়কও গিয়েছিলেন। আমি নিজে সেখানে গিয়েছিলাম। আমাদের সর্বভারতীয় দল। আমাদের এটা নতুন নয়। আর তৃণমূল কে? নোটার থেকেও কম ভোট পায়। তাদের কথা ভেবে আমরা ভোটে লড়ব? আমরা যাচ্ছি কারণ এটা আমাদের একটা প্রশিক্ষণের মতো। একে অপরের পাশে দাঁড়ানো। তৃণমূল কোনও ফ্যাক্টরই নয়।”

Next Article