দেশের এক নম্বর নিউজ় নেটওয়ার্ক টিভি নাইন আরও একবারা হাজির হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিট নিয়ে। টিভি নাইন নেটওয়ার্কের এই ফ্ল্যাগশিট কনক্লেভ প্রথম বছরেই দুর্দান্ত সাফল্য পেয়েছিল। আর দ্বিতীয় সংস্করণ। ২৫ ফেব্রুয়ারি থেকে রাজধানী দিল্লির বুকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী মেগা কনক্লেভ। দেশ-বিদেশের বিভিন্ন রথী-মহারথীরা তাঁদের বর্ণময় উপস্থিতির মাধ্যমে আলোকিত করে তুলবেন হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের মঞ্চ। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, সেখানে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন বিশিষ্টজনরা। নিজেদের কাহিনীও উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নেবেন তাঁরা। এই মেগা সামিটের দ্বিতীয় দিনে অর্থাৎ, ২৬ জানুয়ারি ‘সেটিং দ্য রেকর্ড স্ট্রেইট’ শীর্ষক আলোচনাচক্রে অংশ নেবেন বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট জনরা।
ভারতের ইতিহাস থেকে শুরু করে পাশ্চাত্য সভ্যতা, ৩৭০ অনুচ্ছেদ নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত কী ভাবছে, এমন বিভিন্ন ইস্যু নিয়ে কথা হবে এই আলোচনাচক্রে। বিশেষজ্ঞরা সেখানে তাঁদের মনের কথা তুলে ধরেন। জানাবেন নিজেদের অভিজ্ঞতার কথাও।
সলমন খুরশিদ: দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী ও একজন বর্ষীয়ান আইনজীবী হওয়ার পাশাপাশি সলমন খুরশিদ একজন খ্যাতনামা লেখকও। রাজনৈতিক কেরিয়ারের শুরু ১৯৮০ সালে। ইন্দিরা গান্ধীর সরকারে প্রধানমন্ত্রীর দফতরে ওএসডি হিসেবেও কাজ করেছেন। উত্তর প্রদেশের ফারুকাবাদ লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। এরপর মনমোহন সিং সরকারের আমলে বিদেশমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। এ ছাড়া সমবায়, সংখ্যালঘু উন্নয়ন এবং আইন ও জুডিশিয়ারির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলানোরও অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বিক্রম সম্পাত: বিখ্যাত ইতিহাসবিদ হওয়ার পাশাপাশি বিক্রম সম্পাত একজন বিশিষ্ট লেখকও। জন্ম কর্নাটকে। তাঁর লেখা বিনায়ক দামোদর সাভারকর ও গওহর জানের জীবনী ব্যাপকভাবে চর্চিত হয়েছে। ইঞ্জিনিয়ারিং ও ফিনান্স নিয়ে পড়াশোনা। পরবর্তী ব্যাঙ্কিং সেক্টরে কর্মরত ছিলেন। তাঁর সাহিত্য সৃষ্টির জন্য সাহিত্য অ্যাকাডেমি যুব পুরষ্কারেও ভূষিত হয়েছেন তিনি।
সালভাতোর ব্যাবোনিজ: পেশায় অধ্যাপক সালভাতোর ব্যাবোনিজ সিডনি বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এর পাশাপাশি একজন লেখক ও সমাজবিজ্ঞানী হিসেবেও যথেষ্ট পরিচিতি রয়েছে ব্যাবোনিজের। ইন্ডিয়ান সেঞ্চুরি রাউন্ডটেবিলের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া কোয়াড্রেন্ট ম্যাগাজিনের তিনি একজন নিয়মিত কলামিস্টও বটে।
মিলি ঐশ্বর্য: মিলি ঐশ্বর্য হলেন পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। মহিলাদের বিভিন্ন ইস্যু, অভিভাবকত্ব ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে তিনি বিভিন্ন সময়ে সরব হয়েছেন। তাঁর অনবদ্য কৃতিত্বের জন্য ২০১৭ সালে গ্লোবাল অর্গানাইজেশন অফ পিপলস অফ ইন্ডিয়ান অরিজিন থেকে সম্মানিতও হয়েছেন তিনি।