India-China: চিন চাইছে ‘মাইন্ড গেম’ খেলতে, কিন্তু ভারত কী চায়, বুঝিয়ে দিলেন জয়শংকর

Soumya Saha |

Feb 24, 2024 | 7:51 AM

S Jaishankar: বিদেশমন্ত্রীর মতে চিন একটি মাইন্ড গেম খেলতে চাইছে। তারা চাইছে, এই মাইন্ড গেম শুধু দুই দেশের মধ্যেই চলুক। কিন্তু সেটা চান না এস জয়শংকর। বিদেশমন্ত্রী বলেন, 'আরও যে ১৯০টি দেশ রয়েছে, তাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এই মাইন্ড গেমটাই খেলতে চাওয়া হচ্ছে। কিন্তু আমি মনি করি, আমাদের এই খেলায় থাকা উচিত।'

India-China: চিন চাইছে মাইন্ড গেম খেলতে, কিন্তু ভারত কী চায়, বুঝিয়ে দিলেন জয়শংকর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (ফাইল ছবি)
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: ভারত-চিন সম্পর্ক নিয়ে ফের একবার মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর মতে, ভারত-চিন সম্পর্কের ক্ষেত্রে অন্যতম বড় একটি চ্যালেঞ্জ হল একটি স্থিতাবস্থায় এসে পৌঁছানো এবং সেটিকে বজায় রাখা। রাইসিনা ডায়লগে এক ইন্টারঅ্যাকটিভ আলোচনাপর্বে জয়শংকর চিনের মাইন্ড গেমের বিষয়েও সতর্ক করে দেন। বিদেশমন্ত্রীর মতে, চিন চায় বিষয়গুলিকে দ্বিপাক্ষিক স্তরেই আবদ্ধ রাখতে। কিন্তু ভারসাম্য বজায় রাখতে বিশ্বের অন্যান্য ফ্যাক্টরগুলিকেও প্রয়োজনে কাজ লাগানো উচিত বলে মনে করছেন জয়শংকর।

বিদেশমন্ত্রী এস জয়শংকরের দৃঢ় বিশ্বাসী যে একটা সময় এমন আসবে যখন চিনের অর্থনীতির গ্রাফ একটি পর্যায়ে গিয়ে আটতে যাবে এবং ভারতের অর্থনীতি বাড়তে থাকবে। এই প্রসঙ্গে কথা বলার সময় গোল্ডম্যান শ্যাক্সের অনুমানের কথাও উঠে আসে তাঁর মুখে। মনে করিয়ে দেন যে সেখানে অনুমান করা হয়েছে ২০৭৫ সালের মধ্যে দুই দেশেরই অর্থনীতি ৫০ ট্রিলিয়ন মার্কিন ডলারের উপরে থাকবে। তাঁর মতে, আন্তর্জাতিক সিস্টেমকে ব্যবহার করে ‘সম্ভব্য সবথেকে ভাল ফল’ পাওয়ার বিষয়ে ভারতে সব সময়ে আত্মবিশ্বাসী থাকতে হবে।

এস জয়শংকরকে শুক্রবার প্রশ্ন করা হয়েছিল ভারত-চিন সম্পর্কের বিষয়ে। জানতে চাওয়া হয়েছিল দু’পক্ষের মধ্যে কোনও মীমাংসার পথ আসবে কি না। দুই দেশের এই ঠান্ডা সম্পর্কের মধ্যে কোথাও কোনও স্থিতাবস্থা খুঁজে পাওয়া যাবে কি না, সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তার জবাব দিতে গিয়েই এই মন্তব্য করেন বিদেশমন্ত্রী জয়শংকর। তিনি বলেন, ‘সবার আগে যে ইস্যুটা রয়েছে, তা হল ১৯৮০-র দশকের শেষ দিকে দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বোঝাপড়া ঠিকঠাকই ছিল। কারণ তখন উভয় পক্ষই এটিকে উপযুক্ত বলে মনে করেছিল। কিন্তু এখন প্রায় ৩০ বছর পর সেই বোঝাপড়ার বিচ্যুতি হচ্ছে। সীমান্তে তারা যে ধরনের আচরণ করছে, তার ভিত্তি বলা যায় তারাই (চিন) আগের অবস্থান থেকে সরে যাচ্ছে। ফলে আমাদের দিকে থেকেও প্রতিক্রিয়া যাচ্ছে।’ তবে দুই দেশের মধ্যে একটি ভারসাম্যে পৌছানো এবং সেটি বজায় রাখা মোটেও সহজ হবে না বলেই মনে করছেন তিনি। জয়শংকরের কথায়, এটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

তাঁর মতে চিন একটি মাইন্ড গেম খেলতে চাইছে। তারা চাইছে, এই মাইন্ড গেম শুধু দুই দেশের মধ্যেই চলুক। কিন্তু সেটা চান না এস জয়শংকর। বিদেশমন্ত্রী বলেন, ‘আরও যে ১৯০টি দেশ রয়েছে, তাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এই মাইন্ড গেমটাই খেলতে চাওয়া হচ্ছে। কিন্তু আমি মনি করি, আমাদের এই খেলায় থাকা উচিত।’

Next Article