ভূস্বর্গের দিনবদলের গল্প WITT-র মঞ্চে শোনাবেন মনোজ সিনহা
What India Thinks Today: হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনের শেষ দিনে আলোচিত হবে ভারতের রাজনীতির বিভিন্ন বিষয়। ভারতের রাজনীতি নিয়ে আলোচনায় কাশ্মীর নিয়ে কোনও আলোচনা হবে না, তা কী হয়। রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কাশ্মীরের পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতির আমূল বদলের কথা উটে আসবে সেখানকার প্রশাসনের সর্বোচ্চ পদাধিককারীর কথাতেই।
নয়াদিল্লি: টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলন নয়াদিল্লিতে শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি অবধি চলা এই অনুষ্ঠানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, রাজনীতির জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরাও হাজির থাকবেন এই সম্মেলনে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের শেষ দিন কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কাশ্মীরের দিনবদলের কাহিনি তুলে ধরবেন উপস্থিত দর্শকদের সামনে।
হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনের শেষ দিনে আলোচিত হবে ভারতের রাজনীতির বিভিন্ন বিষয়। ভারতের রাজনীতি নিয়ে আলোচনায় কাশ্মীর নিয়ে কোনও আলোচনা হবে না, তা কী হয়। রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কাশ্মীরের পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতির আমূল বদলের কথা উটে আসবে সেখানকার প্রশাসনের সর্বোচ্চ পদাধিককারীর কথাতেই।
মোদী সরকারের আমলেই জম্মু ও কাশ্মীরে অবলুপ্ত হয়েছে বিতর্কিত ৩৭০ ধারা। এই ধারা অবলুপ্তির পাশাপাশি কাশ্মীর ভাগ হয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করেছে লাদাখ। কিন্তু এই ধারা অবলুপ্তির পর কাশ্মীরের জনজীবনে কী পরিবর্তন হয়েছে। জঙ্গি সমস্যারই বা কী অবস্থা। সে সব কথাই তুলে ধরবেন মনোজ সিনহা। কাশ্মীরের অবস্থার প্রভূত উন্নতি হয়েছে বলেই সেখানে জি২০-র মতো আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা সম্ভব হয়েছে। এই সমস্ত পরিবর্তনই তুলে ধরবেন তিনি। মনোজ সিনহার পাশাপাশ কাশ্মীর সংক্রান্ত এই আলোচনা সভায় অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কাশ্মীর নিয়ে তাঁদের পর্যবেক্ষণও গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে এই আলোচনার।