নয়া দিল্লি: মোদী সরকার আসার আগে যে গিয়ারে চলছিল দেশ, সেই গিয়ার বদলের প্রয়োজন ছিল। ২০১৪ সালে তাঁর সরকার আসার পর থেকে ‘মোদী গিয়ারে’ চলেছে দেশ। আর তাতেই তরান্বিত হয়েছে দেশের উন্নয়নের গতি। কীভাবে? সোমবার (২৬ ফেব্রুয়ারি), TV9 নেটওয়ার্কের গ্লোবাল সামিট, হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের দ্বিতীয় দিনে তার ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, ২০১৪ সালের আগে পর্যন্ত দেশ রিভার্স গিয়ারে চলছিল। কিন্তু ২০১৪-র পর, মোদী গিয়ারের কারণে দেশের উন্নয়ন গতি পেয়েছে।
প্রধানমন্ত্রী মোদী জানান, পূর্ববর্তী সরকারের আমলে বহু প্রকল্প ঝুলে ছিল। কয়েক দশক ধরে ঝুলে থাকা সেই সকল প্রকল্পের কাজ এই সরকারের আমলেই শেষ হয়েছে। এই প্রসঙ্গে তিনি জানান, সর্দার সরোবর যোজনা, মহারাষ্ট্রের কৃষ্ণা-কোয়েনা যোজনা, অটল টানেল, অসমের বোদি ব্রিল ব্রিজ, ইস্টার্ণ ডেডিকেটেড ফ্রেইট করিডরের মতো বেশ কয়েকটি প্রকল্পের কথা। প্রতিটি প্রকল্পেরই শিলান্যাস হয়েছিল কংগ্রেস আমলে। কিন্তু, উদ্বোধন হয় মোদী সরকারের আমলে। কয়েকটি প্রকল্প তো কয়েক দশক ধরে ঝুলে ছিল। যেমন সর্দার সরোবর যোজনার শিলান্যাসই গত শতাব্দীর ছয়ের দশকে শিলান্যাস করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। মোদী জানান, তিনি এই রকম ৫০০ প্রকল্পের কথা বলতে পারেন।
তিনি আরও জানিয়েছেন, প্রতি মাসেই তিনি ব্যক্তিগতভাবে এই সকল ঝুলে থাকা প্রকল্পের ফাইল নিয়ে সমীক্ষা করতে বসেন তিনি। গত ১০ বছরে তিনি অন্তত ১৭ লক্ষ কোটি টাকার ঝুলে থাকা প্রকল্পের পর্যালোচনা করেছেন। এই প্রকল্পগুলির বিষয়ে বিভিন্ন রাজ্যের সচিব এবং মুখ্য সচিবদের কাছ থেকে রিপোর্ট নেন। এভাবেই তাঁর সরকারের আমলে এই প্রকল্পগুলির কাজ শেষ হয়। তিনি আরও বলেন, আগের প্রতিটি সরকারে সঠিকভাবে কাজ করলে, তাঁকে এমনটা করতে হত না।
এরপরই তিনি মোদী গিয়ারের পরিচয় দেন। মোদী গিয়ারে কত দ্রুত উন্নয়ন হয়, তার পরিচয় দেন। অটল সেতুর শিলান্যাস হয়েছিল ২০১৬ সালে, উদ্বোধন হয়েছে ২০২৪-এ। নতুন সংসদ ভবনের শিলান্য়াস করা হয়েছিল ২০২০-তে, তিন বছরে সেই ভবনে কাজ শুরু হয়ে গিয়েছে। জম্মু এইমস-এর শিলান্যাস হয়েছিল ২০১৯-এ, ২০২৪-এর ২০ ফেব্রুয়ারি তার উদ্বোধন হয়েছে। রাজকোট এইমস-এর শিলান্যাস হয়েছিল ২০২০-তে, ২০২৪-এর ২৫ ফেব্রুয়ারি তার উদ্বোধন হয়। একইভাবে ২০২১-এ শিলান্যাস হওয়া আইআইএম সম্বলপুরের উদ্বোধন হয় ২০২৪-এ, ২০১৯-এ শিলান্যাস হওয়া ত্রিচি এযারপোর্টের নতুন টার্মিনালের উদ্বোধন হয়েছে ২০২৪-এ, ২০১৬ সালে শিলান্যাস হওয়া গোয়ার নতুন এয়ারপোর্টের উদ্বোধন হয় ২০২২-এ, ২০২০ সালে সমুদ্রের নীচ দিয়ে লাক্ষাদ্বীপ পর্যন্ত অপটিক্যাল ফাইবার পাতার কাজ শুরু হয়ে শেষ হয়েছে চলতি বছরে।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, আজ সরকারের প্রতি ভারতের জনগণের আস্থা বেড়েছে। সরকারি ব্যবস্থার প্রতি আস্থা বেড়েছে। দেশের পাশাপাশি নিজের প্রতিও জনগণের আস্থা বেড়েছে। প্রত্যেক ভারতীয় বিশ্বাস করছেন, দেশের দ্রুত উন্নতি হচ্ছে। দুর্নীতি দমন করে উন্নয়নের সুফল ভারতের প্রতিটি অঞ্চলে সমানভাবে পৌঁছে দিয়েছে মোদী সরকার। প্রধানমন্ত্রী মোদী বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নতির কথা মাথায় রেখেই পরিকাঠামো তৈরি করছে তাঁর সরকার। গ্রাম ও শহরের মধ্যে যোগাযোগ উন্নত হয়েছে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। মহিলাদের আয় বেড়েছে। পাশাপাশি, জাতীয় স্বার্থে ৩৭০ ধারা বাতিল, রাম মন্দির নির্মাণ, তিন তালাক আইনের অবসান, মহিলাদের জন্য সংরক্ষণ, ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশন, চিফ অব ডিফেন্স স্টাফ পদ তৈরির মতো অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।