PM Modi: অযোধ্যার সরযূর জল গেল দূর দ্বীপে, মোদীর হাত ধরে বিদেশেও রামমন্দির
PM Modi: মোদীর সেই উপহার থেকে বাদ পড়েনি ত্রিনিদাদ ও টোবাগো এবং আর্জেন্টিনার নামও। এই দুই দেশে সফর সেরে ব্রাজিল রওনা দেওয়ার আগে তাদের রাষ্ট্রীয় প্রধানদেরও 'বিশেষ উপহার' দেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: পঞ্চদেশীয় সফরে রওনা দিয়েছেন মোদী। আপাতত রয়েছেন ব্রাজিলে। সেখানে যোগ দিয়েছিলেন ব্রিকস সম্মেলনেও। তবে ব্রাজিল আসার আগে মোদী ঘুরে এসেছেন মারাদোনার দেশ আর্জেন্টিনা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ এবং টোবাগোতেও। এই দুই দেশে সফরের আগে তিনি ছিলেন আফ্রিকার ঘানায়। সেখান থেকে রওনা দেওয়ার আগে সেই দেশের শীর্ষ সাংবিধানিক ব্যক্তিত্বদের হাতে তুলে দিয়ে এসেছিলেন বহু উপহার।
মোদীর সেই উপহার থেকে বাদ পড়েনি ত্রিনিদাদ ও টোবাগো এবং আর্জেন্টিনার নামও। এই দুই দেশে সফর সেরে ব্রাজিল রওনা দেওয়ার আগে তাদের রাষ্ট্রীয় প্রধানদেরও ‘বিশেষ উপহার’ দেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, ত্রিনিদাদা ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরকে মোট দু’টি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমটি হল অযোধ্যার সরযূ নদী, যার কথা উল্লেখ রয়েছে পুরাণেও। সেই পবিত্র নদীর জল একটি কলসি ভরে তা ওই দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন মোদী। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, ত্রিনিদাদের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে বিহার-যোগ। তিনি ভারতীয় বংশোদ্ভূত। তাঁর পরিবার একেবারে বিহারের বক্সার এলাকার মানুষ ছিলেন। এক কথায় ‘ভারত কি বেটি’ সে। এই কলসি ছাড়াও তাঁর হাতে রামমন্দিরের একটি ছোট প্রতিরূপও উপহার হিসাবে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

এই ত্রিনিদাদ সফর সেরে, শুক্রবারই মোদী পৌঁছে যান মারাদোনার দেশ আর্জেনটিনা। শনিবার সেদেশের প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে বৈঠক করতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রীকে। বৈঠক শেষে সৌজন্য ও বন্ধুত্বের খাতিরে তাঁকে একটি উপহার দেন মোদী। নয়াদিল্লি তরফে জানা গিয়েছে, আর্জেটিনার প্রেসিডেন্টকে রাজস্থানে তৈরি হওয়া সিংহের মূর্তি দিয়েছেন তিনি।

মোদীর উপহারের তালিকা থেকে বাদ পড়েন না উপ-রাষ্ট্রপতিও। আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টকে এক টুকরো বিহারের ছোঁয়া দিয়ে আসেন তিনি। তাঁর হাতে তুলে দেন মধুবনী শিল্প দ্বারা তৈরি সূর্যের ছবি।


