নয়া দিল্লি: শেষ ‘মন কি বাত’ হয়েছিল মাসের ৩১ তারিখ। সেবার দেশের ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্যের জন্য শুভেচ্ছাবার্তা জানাতে দেখা গিয়েছিল মোদীকে। রীতি মেনে এমাসেও ৯২তম মন কি বাতে দেশবাসীর জন্য বড় বার্তা দিতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে এবার গোটা দেশব্যাপী ‘আজাদি কি অমৃত মহোৎসবের’ আয়োজন করা হয়। ‘হার ঘর তিরঙ্গা’ কর্মসূচীরও ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের মন কি বাত অনুষ্ঠানে হার ঘর তিরঙ্গা কর্মসূচির সফলতা নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা যায় মোদীকে। শুভেচ্ছাও জানান গোটা দেশবাসীকে।
মোদী বলেন, “অমৃত মহোৎসব এবং স্বাধীনতা দিবসের বিশেষ উপলক্ষ্যে, আমরা দেশের সম্মিলিত শক্তি দেখেছি।” একইসঙ্গে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণায় এদিন দূরদর্শনের ‘স্বরাজ’ অনুষ্ঠান দেখার জন্যও দর্শকদের অনুরোধ করেন তিনি। পাশাপাশি অমৃত সরোবর নির্মাণের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। গোটা দেশে এই প্রকল্প নিয়ে যে উন্মাদনা দেখা যাচ্ছে তা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় মোদীকে। মোদী বলেন, “অমৃত সরোবর নির্মাণ একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। সারা দেশে অভাবনীয় প্রচেষ্টা দেখা গিয়েছে। স্বাধীনতার এই মাসে দেশের আনাচে কানাচে বয়ে চলেছে অমৃত মহোৎসবের অমৃত ধারা।”
একইসঙ্গে গোটা দেশকে অপুষ্টিমুক্ত করতে জলজীবন মিশন কীভাবে সূদূরপ্রসারী ছাপ রাখছে তাও এদিন মনে করান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের মানুষের স্বাস্থ্যেন্নতিতে, একইসঙ্গে ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়াতে বাজরার ব্যবহার বৃদ্ধির বিষয়েও এদিনের অনুষ্ঠান থেকে বার্তা দিতে দেখা যায় মোদীকে। প্রধানমন্ত্রী বলেন, “জলজীবন মিশন দেশকে অপুষ্টিমুক্ত করতে দুর্দান্ত ভূমিকা পালন করছে। আমি আপনাদের সকলকে অপুষ্টি দূর করার প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বাজরার ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে আমাদের একত্রিত হতে হবে। দেশের মানুষের জন্য এবং ক্ষুদ্র কৃষকদের জন্য এটা বিশেষভাবে উপকারী।”
একইসঙ্গে অপুুষ্টি দূরীকরণের জন্য সরকারের তরফে আগামীতে যে সমস্ত কর্মসূচীর কথা ঘোষণা করা হয়েছে তাও এদিন একবার মনে করাতে দেখা যায় মোদীকে। গোটা সেপ্টেম্বর পুষ্টি মাস হিসাবেও পালন করার কথা আরও একবার মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “উৎসবের পাশাপাশি সেপ্টেম্বর মাসটি পুষ্টি সম্পর্কিত প্রচারাভিযানের জন্য রাখা রয়েছে। আমরা ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পোষণ মাহ বা পুষ্টি মাস উদযাপন করি।” দেশজুড়ে অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলতে গিয়ে তিন রাজ্যের অভিনব প্রচেষ্টার কথাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড এবং অসমের মতো রাজ্যগুলি অপুষ্টির বিরুদ্ধে লড়াই করার জন্য অনন্য এবং বৈচিত্র্যপূর্ণ ধারণা নিয়ে এসেছে। যা গোটা দেশের স্বার্থেই বড় কাজে লাগবে।”