AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baba Siddiqui Dawood Ibrahim connection: ‘এক MLA থা’, বাবা সিদ্দিকিকে খুন করে সিনেমা বানাতে চেয়েছিল দাউদ

Baba Siddiqui Dawood Ibrahim connection: এই ফোনকলের খবর গোটা দেশের খবরের শিরোনামে উঠে এসেছিল। ঘুম উড়ে গিয়েছিল মুম্বই পুলিশের। কারণ ফোনের ওপাশ থেকে যে ওই হুমকি দিয়েছিল, সে আর কেউ নয়, 'আন্ডারওয়ার্ল্ড ডন' দাউদ ইব্রাহিম। তারপর, ১১ বছর পর কেটে গিয়েছে। গত শনিবার খুন হয়েছেন বাবা সিদ্দিকি।

Baba Siddiqui Dawood Ibrahim connection: 'এক MLA থা', বাবা সিদ্দিকিকে খুন করে সিনেমা বানাতে চেয়েছিল দাউদ
দাউদের বলিউড যোগের সেতু ছিলেন বাবা সিদ্দিকি, এমনটাই অনেকের দাবিImage Credit: TV9 Bangla
| Updated on: Oct 15, 2024 | 8:26 PM
Share

২০১৩ সাল। ফোন বেজে উঠেছিল বাবা সিদ্দিকির। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন তুলছিলেন বাবা সিদ্দিকি। ফোনের ওই পাশে থাকা ব্যক্তির গলায় গনগনে রাগ। সে বলল, ‘রাম গোপাল ভার্মাসে কহকর তেরি ফিল্ম বনআউঁ ক্যা, এক থা এমএলএ (রাম গোপাল ভার্মাকে বলে তোরও একটা সিনেমা বানাবো নাকি, এক বিধায়ক ছিলেন)?’ এই ফোনকলের খবর গোটা দেশের খবরের শিরোনামে উঠে এসেছিল। ঘুম উড়ে গিয়েছিল মুম্বই পুলিশের। কারণ ফোনের ওপাশ থেকে যে ওই হুমকি দিয়েছিল, সে আর কেউ নয়, ‘আন্ডারওয়ার্ল্ড ডন’ দাউদ ইব্রাহিম। তারপর, ১১ বছর পর কেটে গিয়েছে। গত শনিবার খুন হয়েছেন বাবা সিদ্দিকি। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। তারা বলেছে, সলমন খান এবং দাউদ ইব্রাহিমকে যারা সাহায্য করবে, তাদেরই এই পরিণতি হবে। কেন বাবা সিদ্দিকিকে হুমকি দিয়েছিল দাউদ? মহারাষ্ট্রের প্রাক্তন এই মন্ত্রীর সঙ্গে দাউদ ইব্রাহিমের কী সম্পর্ক ছিল? কেন বিষ্ণোই গ্যাং এই হত্যাকাণ্ড ঘটাল? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন