DA Case in Supreme Court: সুপ্রিমকোর্টে ফের ঝুলে গেল DA মামলা, আগামী শুনানি কবে?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 13, 2023 | 12:09 PM

DA Case in Supreme Court: ১৫ মার্চ ডিএ মামলার শুনানি হবে না। সার্কুলার জারি করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

DA Case in Supreme Court: সুপ্রিমকোর্টে ফের ঝুলে গেল DA মামলা, আগামী শুনানি কবে?
সুপ্রিম কোর্ট

Follow Us

নয়া দিল্লি: ফের সুপ্রিম কোর্টে (Supreme Court of India) ঝুলে গেল ডিএ মামলার (DA Case) শুনানি। আগামী ১৫ মার্চ বাংলার ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সেদিন হবে না এই মামলার শুনানি। আগাম বিজ্ঞপ্তি জারি করে শীর্ষ আদালতের তরফে জানানো হল, ১৫ ও ১৬ মার্চ অন্যান্য বাকি থাকা মামলার শুনবে সুপ্রিম কোর্ট। সেসব মামলা শেষেই শোনা হবে রাজ্যের ডিএ মামলা। ফলে ফের অপেক্ষা বাড়ল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের।

শীর্ষ আদালতের তরফে এখনও স্পষ্ট করে পরবর্তী শুনানির দিন জানানো হয়নি। বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আন্দোলনকারীরা তাঁদের মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে ফের পিটিশন দাখিল করতে পারেন বলে জানা যাচ্ছে। তবে মনে করা হচ্ছে, আগামী ২১ মার্চ সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি হতে চলেছে।

এদিকে রাজ্যে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন অব্যাহত সরকারি কর্মচারীদের একাংশের। তাঁদের দাবি কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদেরও। আর বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সম্প্রতি ডিএ-র দাবিতে ধর্মঘটের ডাকও দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। এখনও শহিদ মিনারে মঞ্চ তৈরি করে ধর্নায় বসেছেন সরকারি কর্মীদের একাংশ। বাংলার রাজ্যপাল এই ধর্না তুলে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার কথা বলেন। তবে এখনও নিজেদের দাবিতে অনড় তাঁরা। এই আবেহ শীর্ষ আদালতের দিকেই তাকিয়ে সরকারি কর্মচারীরা। তবে সেখানেও বারবার ঝুলছে তাঁদের ভাগ্য।

 

Next Article