Godman Nityananda: ধর্ষণে অভিযুক্ত নিত্য়ানন্দের দেশে নাকি আছে রিজার্ভ ব্যাঙ্ক, মুদ্রা আর ২০০ কোটি হিন্দু!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 03, 2023 | 1:45 PM

Godman Nityananda: ২০২০ সালে নিত্যানন্দ ফের আবির্ভূত হন। তিনি দাবি করেন, নিজস্ব দেশ তৈরি করেছেন তিনি, যার নাম ইউনাইটেড স্টেটস অব কৈলাশ।

Godman Nityananda: ধর্ষণে অভিযুক্ত নিত্য়ানন্দের দেশে নাকি আছে রিজার্ভ ব্যাঙ্ক, মুদ্রা আর ২০০ কোটি হিন্দু!
সোনার সিংহাসনে নিত্যানন্দ।

Follow Us

নয়া দিল্লি: রিপাবলিক অব কৈলাশ বা ইউনাইটেড স্টেট অব কৈলাশের নাম শুনেছেন কখনও? বিশ্বের মানচিত্রে এই দেশের অস্তিত্ব কেউ দেখতে না পেলেও, এই দেশ রয়েছে। রয়েছেন এই দেশের নাগরিকও। এই দেশের  হত্তা-কত্তা-বিধাতা একজনই, স্বামী নিত্য়ানন্দ। ধর্ষণ ও শিশু অপহরণে অভিযুক্ত, ভারত থেকে পলাতক এই স্বঘোষিত ধর্মগুরুই এখন চর্চায়। কারণ সম্প্রতিই রাষ্ট্রপুঞ্জের মঞ্চে তাঁর প্রতিনিধিকে দেখা গিয়েছে। তাঁদের দেশ রিপাবলিক অব কৈলাশের সুরক্ষার দাবি জানান নিত্যানন্দের প্রতিনিধি বিজয়প্রিয়া। এবার প্রশ্নটা হল, সত্যিই কি রিপাবলিক অব কৈলাশ রয়েছে? যদি থাকে, তা কোথায়? কীভাবেই বা একজন স্বঘোষিত ধর্মগুরু নিজের দেশ তৈরি করে ফেলতে পারলেন?

কে এই নিত্যানন্দ?

নিত্যানন্দের “কৈলাশ” সম্পর্কে জানার আগে কে এই নিত্যানন্দ, সে সম্পর্কে জানা জরুরি। তামিলনাড়ুতে একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করা নিত্যানন্দের আসল নাম অরুণাচলম রাজাশেখরন। সাইভা ভেল্লালা সম্প্রদায়ের সদস্য ছিলেন তিনি। তাঁর দাবি, মাত্র ১২ বছর বয়সে তিনি প্রথম আধ্যাত্মিক যোগ অনুভব করেন।  ২২ বছর বয়সে তাঁর আধ্যাত্মিকতার সম্পূর্ণ অনুভূতি হয়। ২০০২ সালে, তিনি নিত্য়ানন্দ নামে নিজের ধর্মের সূচনা করেন।  ২০০৩ সালে তিনি কর্নাটকে প্রথম আশ্রম তৈরি করেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে তাঁর আশ্রম রয়েছে। ২০১০ সালে কর্নাটকে স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতারও করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু ২০২০ সালে নিত্যানন্দের জামিন বাতিল করা হয়। এরপরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ। বর্তমানে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

নিত্যানন্দের দেশ-

২০২০ সালে নিত্যানন্দ ফের আবির্ভূত হন। তিনি দাবি করেন, নিজস্ব দেশ তৈরি করেছেন তিনি, যার নাম ইউনাইটেড স্টেটস অব কৈলাশ। তাঁর দাবি, কৈলাশ হল প্রাচীন হিন্দু সভ্যতার ভিত্তিতেই তৈরি। এই দেশে খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা এবং চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়। অনলাইনে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই দেশের অস্তিত্ব থাকলেও, বাস্তবে এই দেশ কোথায় অবস্থিত, তা কেউ জানেন না। অনুমান, দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের কাছেই কোনও একটি দ্বীপ কিনে, তাতে নিজের দেশ তৈরি করেছেন। কৈলাশ সরকারের একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে এবং জাতীয় সঙ্গীত ও নিজস্ব পতাকা রয়েছে। নিত্যানন্দের সমর্থকরা তাদের বাড়ি, গাড়িতে এই পতাকা ব্যবহার করতে পারেন। নিত্যানন্দের দেশের নিজস্ব মুদ্রা ও রিজার্ভ ব্যাঙ্কও রয়েছে বলে দাবি।

কীভাবে নিজের দেশ তৈরি সম্ভব?

দক্ষিণ আমেরিকায় একাধিক ছোট ছোট দ্বীপ রয়েছে, যা যে কোনও ব্য়ক্তি কিনতে পারেন। নিত্যানন্দও এই একই পন্থা অনুসরণ করেছেন বলে মনে করা হয়। তাঁর এই দেশ ২ বিলিয়ন বা ২০০ কোটি হিন্দুর প্রতিনিধিত্ব করে বলেই দাবি করেন নিত্যানন্দ। তবে নিত্যানন্দের এই দেশ এখনও স্বীকৃতি পায়নি। রাষ্ট্রপুঞ্জে কোনও দেশের স্বীকৃতি পাওয়ার জন্য একটি নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যা, সরকার ও অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের মতো নানা শর্ত পূরণ করতে হয়। সম্প্রতিই রাষ্ট্রপুঞ্জের মঞ্চে নিত্যানন্দের প্রতিনিধি বিজয়প্রিয়ার উপস্থিতিও এই স্বীকৃতি পাওয়ার চেষ্টাতেই, এমনটাই মনে করা হচ্ছে।

Next Article