Adhir Chowdhury: বাংলায় কংগ্রেসের হাল কে ধরবেন? শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে অধীর বললেন…

Jyotirmoy Karmokar | Edited By: সঞ্জয় পাইকার

Jul 29, 2024 | 8:04 PM

Adhir Chowdhury: অধীর প্রদেশ সভাপতির দায়িত্ব ছেড়েছেন। কে হবেন পরবর্তী সভাপতি? প্রশ্ন শুনেই প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "সাংগঠনিক রদবদলের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নতুনত্ব কী আছে। অধীর পদত্যাগ করেছেন। এখন হাইকম্যান্ড সিদ্ধান্ত নেবেন।"

Adhir Chowdhury: বাংলায় কংগ্রেসের হাল কে ধরবেন? শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে অধীর বললেন...
কে সি বেণুগোপালের সঙ্গে বৈঠক শেষে কী বললেন অধীর চৌধুরী?

Follow Us

নয়াদিল্লি: চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে মাত্র একটি আসন জিতেছে কংগ্রেস। ২৫ বছর পর তিনি নিজে হেরেছেন। আবার পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির পদও ছেড়েছেন। সেই অধীর চৌধুরীর জায়গায় বাংলায় কংগ্রেসের হাল কে ধরবেন? সোমবার দিল্লিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপালের সঙ্গে বৈঠক শেষে কারও নাম বললেন না অধীর। মুখে কুলুপ আঁটলেন আর এক প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

লোকসভা নির্বাচনে বাংলায় খারাপ ফলের কারণ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অধীর চৌধুরীদের সঙ্গে সোমবার বৈঠক করেন কে সি বেণুগোপাল। বাংলার কংগ্রেস নেতাদের সঙ্গে এক এক করে তিনি রুদ্ধদ্বার বৈঠক করেন। জানা গিয়েছে, রাজ্যে কংগ্রেসের সংগঠন মজবুত করা, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয়। জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটে তৃণমূলকে সঙ্গে নিয়ে চললেও রাজ্য রাজনীতিতে তৃণমূলের সঙ্গে সমীকরণ কী হবে, সেবিষয়ে প্রত্যেক প্রদেশ নেতার সঙ্গে আলাদা করে কথা বলেন বেণুগোপাল।

সবার প্রথমে নিজের বক্তব্য জানিয়ে বেরিয়ে আসেন অধীর চৌধুরী। সাংবাদিকদের তিনি জানান, বাংলার বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন। তিনি যে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন, সেকথা ফের জানালেন। কে হবেন পরবর্তী সভাপতি? কারও নাম না নিয়ে অধীর বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয় প্রদেশ সভাপতি নিয়োগ করবে।’

বর্ষীয়ান প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বৈঠক থেকে বেরিয়ে বলেন, “বাংলার পরিস্থিতি খুবই খারাপ। এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যাবে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আর এক্ষেত্রে কংগ্রেসের প্রতি এখনও মানুষের ভরসা, বিশ্বাস রয়েছে। আমরা যদি নিজেদের তুলে ধরতে পারি, পরিস্থিতি সামলানো যাবে। সেটার দিকে আমাদের নজর দিতে হবে।”

তৃণমূলের প্রতি কী মনোভাব থাকা দরকার বলে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। প্রবীণ প্রদেশ কংগ্রেস নেতা বলেন, “এটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত। এটায় এখনই আমার পক্ষে কোনও উত্তর দেওয়া সম্ভব নয়। পরিস্থিতি কোন দিকে যাবে, কেউ বলতে পারে না। অপেক্ষা করতে হবে। নতুন উদ্যমে নামতেই হবে প্রদেশ কংগ্রেসকে। আর কোনও রাস্তা নেই।”

অধীর প্রদেশ সভাপতির দায়িত্ব ছেড়েছেন। কে হবেন পরবর্তী সভাপতি? প্রশ্ন শুনেই প্রবীণ এই নেতা বলেন, “সাংগঠনিক রদবদলের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নতুনত্ব কী আছে। অধীর পদত্যাগ করেছেন। এখন হাইকম্যান্ড সিদ্ধান্ত নেবেন।”

একসময় প্রদীপ ভট্টাচার্যও প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। ফের কি ওই পদে বসার সম্ভাবনা রয়েছে তাঁর? ‘আমি বলতে পারব না’, এক লাইনে উত্তর দিয়ে বেরিয়ে গেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তাহলে অধীরের জায়গায় কংগ্রেসের হাল কে ধরবেন? উত্তর বোধহয় শুধু কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছেই।

Next Article