Kamduni Case: ১০ বছর পর কেন সুপ্রিম কোর্টে এলেন? দিল্লিতে আইনজীবীর সঙ্গে দেখা করে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌসুমীদের

Jyotirmoy Karmokar | Edited By: জয়দীপ দাস

Oct 11, 2023 | 6:28 PM

Kamduni Case: কামদুনির প্রতিবাদীদের সাফ কথা, কোনওভাবেই তাঁরা রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না। অর্থাৎ শুধুমাত্র আইনি লড়াই নয়, রাজ্য পুলিশের ব্যর্থতার কথাও তুলে ধরতে চাইছেন। রাজ্য পুলিশ অভিযুক্তদের দোষ প্রমাণে কোনওভাবেই সমর্থ হয়নি।

Kamduni Case: ১০ বছর পর কেন সুপ্রিম কোর্টে এলেন? দিল্লিতে আইনজীবীর সঙ্গে দেখা করে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌসুমীদের
কামদুনির প্রতিবাদীরা দিল্লিতে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

নয়া দিল্লি: কামদুনির প্রতিবাদীরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দিল্লিতে। এদিনই সেখানে আইনজীবী বাঁশরী স্বরাজের সঙ্গে দেখা করেন মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা। প্রসঙ্গত, গত শুক্রবার এই মামলায় কলকাতা হাইকোর্টের রায়দানের পরেই সোমবার রাজ্য সরকার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ইতিমধ্যেই এই মামলায় সুপ্রিম কোর্টে একপ্রস্থ শুনানিও হয়ে গিয়েছে। জারি হয়েছে নোটিস। সোজা কথায়, রাজ্য সরকার সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতা করছে। যদিও কামদুনির প্রতিবাদীদের সাফ কথা, কোনওভাবেই তাঁরা রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না। অর্থাৎ শুধুমাত্র আইনি লড়াই নয়, রাজ্য পুলিশের ব্যর্থতার কথাও তুলে ধরতে চাইছেন। রাজ্য পুলিশ অভিযুক্তদের দোষ প্রমাণে কোনওভাবেই সমর্থ হয়নি। সে কারণেই সঠিক বিচার পাওয়া যায়নি বলে দাবি কামদুনির প্রতিবাদীদের। এ কথাও তাঁরা বলতে চান দিল্লির বুকে। 

প্রসঙ্গত, এদিন আইনজীবী বাঁশরী স্বরাজের সঙ্গে কথা বলার পাশাপাশি বৃহস্পতিবার জাতীয় মহিলা সুরক্ষা কমিশনের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁদের। সূত্রের খবর, “বেশ কিছু রাজনৈতিক দরবারও হতে পারে। এদিন আইনজীবীর সঙ্গে দেখা করার পর মৌসুমী কয়াল বলেন, আমাদের সমস্যার কথা ওঁকে জানিয়েছি। আমরা যে বিচার পাইনি তাঁকে জানিয়েছি। আমরা এবার সুপ্রিম কোর্টে যাব।” 

এরপরই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আসা নিয়ে প্রশ্ন তুলে মৌসুমী বলেন, “১০ বছর আগে থেকে রাজ্য সরকারের সিআইডি, পুলিশ-প্রশাসনের সচেতন হওয়া দরকার ছিল। ১০ বছর পর আপনাদের সুপ্রিম কোর্টে আসার কথা মনে হল? আপনাদের সিআইডি ঠিকঠাক চার্জশিট দিলে আমরা তো বিচার পেয়ে যেতাম। আমাদের তো সুপ্রিম কোর্টে আসতে হত না।”

Next Article