‘আমি চুমু খাব, আটকাতে পারবেন? আমার বাবা এসআই’, মাস্ক না পরায় গ্রেফতার দম্পতি

সুমন মহাপাত্র |

Apr 19, 2021 | 12:36 PM

গাড়ির মধ্যে থাকা পুরুষও সওয়াল করেন, "আমি আমার স্ত্রীর সঙ্গে আছি, আপনি গাড়ি কেন আটকালেন?"

আমি চুমু খাব, আটকাতে পারবেন? আমার বাবা এসআই, মাস্ক না পরায় গ্রেফতার দম্পতি
ছবি- টুইটার

Follow Us

নয়া দিল্লি: রাজধানীতে করোনা (COVID) রুখতে হাতিয়ার সপ্তাহান্তের লকডাউন। কিন্তু সেই লকডাউনের তোয়াক্কা না করেই পুলিশকে পাল্টা নিয়ম শেখানোর অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে দিল্লি পুলিশ। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাস্ক ছাড়াই এক দম্পতি দিল্লির রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। তাঁদের কাছে ‘কার্ফু পাস’ ছিল না বলেও অভিযোগ পুলিশের। এই পরিস্থিতিতে পুলিশ গাড়ি আটকালে কথা কাটাকাটি শুরু হয় দম্পতির সঙ্গে। তখন গাড়ির মধ্যে থাকা মহিলা বলেন, “আমি আমার স্বামীকে চুমু খাব, আপনি আটকাতে পারবেন? জানেন আমার বাবাও একজন এসআই।”

গাড়ির মধ্যে থাকা পুরুষও সওয়াল করেন, “আমি আমার স্ত্রীর সঙ্গে আছি, আপনি গাড়ি কেন আটকালেন?” দম্পতি একের পর এক যুক্তি দেখাতে শুরু করলে পুলিশ আধিকারিক তাঁদের হাইকোর্টের পর্যবেক্ষণের কথা জানান যে একা গাড়িতে থাকলেও মাস্ক পরতে হবে। এরপরেও পুলিশের সঙ্গে ঝগড়া থামাননি ওই দম্পতি। এরপর পুলিশ তাঁদের নিকটবর্তী থানায় নিয়ে যায় এবং এফআইআর দায়ের হয়।

গাড়ির মধ্যে থাকা পঙ্কজ দত্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। যে মহিলাকে তিনি স্ত্রী বলে পরিচয় দিয়েছেন সেই আভা গুপ্তাকেও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মক হারে বাড়ছে। রবিবার সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার জন। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী কেজরীবাল সপ্তাহান্তে লকডাউনের নির্দেশ দিয়েছিলেন। নিয়মভঙ্গের জন্য শনিবার ও রবিবার পুলিশ ৫৬৯টি এফআইআর ও ২,৩৬৯টি চালান কেটেছে। করোনাবিধি না মানার জন্য গ্রেফতার হয়েছেন ৩২৩ জন।

আরও পড়ুন: দেড় কোটির গণ্ডি পার করোনার, সংক্রমণের হার থেকে অক্সিজেন এক্সপ্রেস, সার্বিক করোনা চিত্রটা কেমন?

Next Article