Nitish Kumar-Lalu Prasad Yadav: এত কিছুর পরও নীতীশকে ফেরাতে রাজি লালু?

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 16, 2024 | 4:33 PM

Lok Sabha Election 2024: রাতারাতি ইন্ডিয়া থেকে এনডিএ জোটে সামিল হয়েছেন জেডিইউ নেতা নীতীশ কুমার। বিজেপির সমর্থনে নবমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। জোট ভাঙার পর আরজেডি, কংগ্রেসকে আক্রমণ করতেও ছাড়ছেন না নীতীশ কুমার।  এই পরিস্থিতিতে যদি নীতীশ কুমার ভবিষ্যতে ফের ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধন জোটে ফিরতে চান, তবে কী করবেন তাঁর "কখনও বন্ধু, কখনও শত্রু" লালু প্রসাদ যাদব?

Nitish Kumar-Lalu Prasad Yadav: এত কিছুর পরও নীতীশকে ফেরাতে রাজি লালু?
ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

পটনা: গিরগিটির মতো নাকি ঘনঘন রঙ বদলান নীতীশ কুমার! বারংবার জোট বদল করায় তাঁকে এভাবেই আক্রমণ করেন বিরোধীরা। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। ২০২২ সালে এনডিএ জোট ছেড়ে আরজেডি, কংগ্রেস সহ ৯টি ছোট দলকে নিয়ে মহাগঠবন্ধন গড়েছিলেন নীতীশ কুমার। কিন্তু দেড় বছর যেতে না যেতেই সেই জোট ভেঙে আবার ফিরে এসেছেন এনডিএ-তেই। যে বিজেপি বলেছিল, নীতীশের জন্য দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে, তাদের হাত ধরেই আবার বিহারে সরকার গড়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। এরকম ‘বিশ্বাসঘাতকতা’র পরও কি নীতীশ কুমার ভবিষ্যতে ফের জোট গড়তে চাইলে হাত মেলাবেন লালু প্রসাদ যাদব? এই প্রশ্নের উত্তরে লালু বললেন, “দরজা তো খোলাই থাকে…”।

রাতারাতি ইন্ডিয়া থেকে এনডিএ জোটে সামিল হয়েছেন জেডিইউ নেতা নীতীশ কুমার। বিজেপির সমর্থনে নবমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। জোট ভাঙার পর আরজেডি, কংগ্রেসকে আক্রমণ করতেও ছাড়ছেন না নীতীশ কুমার।  এই পরিস্থিতিতে যদি নীতীশ কুমার ভবিষ্যতে ফের ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধন জোটে ফিরতে চান, তবে কী করবেন তাঁর “কখনও বন্ধু, কখনও শত্রু” লালু প্রসাদ যাদব? আরজেডি নেতার সাফ জবাব, “যখন আসবেন, তখন দেখা যাবে। দরজা তো খোলাই থাকে।”

১৯৭০-র দশকে যখন যখন লালু ও নীতীশ কুমার-দুইজনেই ছাত্র নেতা ছিলেন, সেই সময় থেকেই তাঁদের মধ্যে নরম-গরম সম্পর্ক। নিজেদের বড় ভাই, ছোট ভাই বলে পরিচয় দেন তাঁরা। জোটে থাকাকালীন সুসম্পর্ক বজায় রাখলেও, জোট ভাঙতেই আবার সমালোচনা শুরু করেন একে অপরের। সম্প্রতিই মহাগঠবন্ধন জোট ভাঙার পর বিহার বিধানসভায় মুখোমুখি হয়েছিলেন নীতীশ কুমার ও লালু প্রসাদ যাদব। তবে একে অপরের সঙ্গে কথা বলেননি।

গত সপ্তাহেই নীতীশ কুমার বলেছিলেন, “আমরা (বিজেপি ও জেডিইউ) দীর্ঘ সময় ধরেই একসঙ্গে ছিলাম, কিন্তু আমিই দুইবার এদিক-ওদিক চলে গিয়েছিলাম।আমি এখন এনডিএ-তে চলে এসেছি। এই জোটেই পাকাপাকিভাবে থাকব। আর কখনও জোট বদলাব না।”

Next Article