‘বিষফোঁড়া’ বিদেশী স্ট্রেন, ২ সপ্তাহেই ১৫৮ জন আক্রান্ত, মোট সংখ্যা ছুঁল ৪০০

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ছুইছুই। এই পরিস্থিতিতেই কেন্দ্রের তরফে জানানো হল, গত ৪ মার্চ দেশে বিদেশী স্ট্রেনে (New Strain of COVID-19) আক্রান্তের মোট সংখ্যা ছিল ২৪২। বিগত দুই সপ্তাহেই সেই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪০০-এ পৌঁছেছে।

'বিষফোঁড়া' বিদেশী স্ট্রেন, ২ সপ্তাহেই ১৫৮ জন আক্রান্ত, মোট সংখ্যা ছুঁল ৪০০
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 18, 2021 | 3:36 PM

নয়া দিল্লি: লাগামহীন সংক্রমণে দেশে করোনার দ্বিতীয় ঢেউ(Second Wave of COVID-19)-র আশঙ্কা করা হচ্ছে। এরই মাঝে আরও ভয় বাড়াল বিদেশী স্ট্রেন। গত দুই সপ্তাহেই দেশে খোঁজ মিলেছে এমন ১৫৮ জনের, যাঁরা বিদেশী স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে ব্রিটেন(UK), দক্ষিণ আফ্রিকা(South Africa) ও ব্রাজিল(Brazil)-র নতুন করোনা স্ট্রেনে (COVID-19 Strain) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০০-এ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই দেশে ফের মাথাচাড়া দিতে উঠেছে করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে একলাফে বেড়ে ৩৫ হাজারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে “অতি সংক্রামক” ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনের স্ট্রেনও বৃদ্ধি পাওয়ায় চিন্তায় সরকার।

বিদেশী স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত ৪ মার্চ দেশে বিদেশী স্ট্রেনে আক্রান্তের মোট সংখ্যা ছিল ২৪২। বিগত দুই সপ্তাহেই সেই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪০০-এ পৌঁছেছে। মঙ্গলবারই রাজ্য স্বাস্থ্যমন্ত্রী অশ্বীনী চৌবে রাজ্যসভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নথি উল্লেখ করে বলেন, “এই তিনটি স্ট্রেনই অতি সংক্রামক বা দ্রুত সংক্রমণ ছড়ায়। এই তিনধরনের স্ট্রেনই একবার করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির দেহে ফের হানা দিতে পারে।” তবে এখনও অবধি দেশে নতুন স্ট্রেনের কারণে পুনরায় করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি বলেই জানান মন্ত্রী।

আরও পড়ুন:উপত্যকায় আটক রোহিঙ্গাদের আর্জি শুনবে শীর্ষ আদালত

গত বছরের ২৯ ডিসেম্বর ভারতে প্রথম ব্রিটেনের করোনা স্ট্রেনের খোঁজ মেলে। ব্রিটেন ফেরত ছয় যাত্রীর দেহে অভিযোজিত করোনা ভাইরাসের খোঁজ মিলতেই সাময়িকভাবে উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নয়া করোনা স্ট্রেনেরও খোঁজ মেলে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৫ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ কোটি ১৪ লাখে। আক্রান্তের পাশাপাশি করোনা সংক্রমণের কারণে মৃত্যুহারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১৭২ জনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার ১৮৮ জনের মৃত্যু হয়েছিল সংক্রমণের কারণে, যা চলতি বছরে সর্বোচ্চ মৃত্যুহার।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি অমান্য, জরিমানা ১৯ হাজার টাকা, বন্ধ হল বিখ্যাত রেস্তরাঁ, দায়ের মামলাও