Supreme Court Justice: তিন বছর পর পূর্ণ শক্তিতে বলীয়ান সুপ্রিম কোর্ট

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 10, 2023 | 3:07 PM

৩১ জানুয়ারি সু্প্রিম কোর্টের কলেজিয়াম এই দুই বিচারপতিকে নিয়োগের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিল।

Supreme Court Justice: তিন বছর পর পূর্ণ শক্তিতে বলীয়ান সুপ্রিম কোর্ট

Follow Us

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ফের নিয়োগ করা হবে দুই বিচারপতিকে। কলেজিয়ামের অনুমোদন অনুযায়ী গত সপ্তাহে পাঁচ বিচারপতি নিয়োগের ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। আজ ফের হাইকোর্টের দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের কথা জানানো হল। এর জেরে সুপ্রিম কোর্টে বিচারপতি পদ আর শূন্য রইল না। ৩৪ জন বিচারপতির কোটা পূরণ হয়ে গেল। শুক্রবার এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে উন্নীত করা হল। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু শুক্রবার সকালে টুইট করে সু্প্রিম কোর্টের বিচারপতি নিয়োগের বিষয়টি জানিয়েছেন। সেই টুইটে রিজিজু লিখেছেন, “ভারতীয় সংবিধান অনুসারে ভারতের রাষ্ট্রপতি নীচের হাইকোর্টের বিচারকদের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করেছে। আমি তাঁদের শুভেচ্ছা জানায়। রাজেশ বিন্দল, প্রধান বিচারপতি, এলাহাবাদ হাইকোর্ট। অরবিন্দ কুমার, প্রধান বিচারপতি, গুজরাত হাইকোর্ট।” ৩১ জানুয়ারি সু্প্রিম কোর্টের কলেজিয়াম এই দুই বিচারপতিকে নিয়োগের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শেষবারের মতো পূর্ণ শক্তিতে বলীয়ান ছিল দেশের শীর্ষ আদালত। তার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৩৪ জন বিচারপতির কোটা পূরণ হল।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত বছর ১ ডিসেম্বর দেশের শীর্ষ আদালতে বিচারপতি নিয়োগের জন্য পাঁচ জনের নাম সুপারিশ করেন। যদিও তার পর কেটে গিয়েছিল প্রায় দুমাস। বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রকের সঙ্গে বিচারপতিদের মত পার্থক্যও সামনে এসেছিল। নিয়োগের ধরন নিয়ে চাপানউতোরের সাক্ষীও ছিল দেশ। সুপারিশের প্রায় ২ মাস পর পাঁচ বিচারপতিকে নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। এর পর কিরেন রিজেজুর কটাক্ষ ভেসে এসেছিল।

সম্প্রতি নিয়োগ হওয়া সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি হলেন বিচারপতি পঙ্কজ মিত্তল (রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি সঞ্জয় কারোল (পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি পিভি সঞ্জয় কুমার (মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি), আহসানুদ্দিন আমানুল্লা (পাটনা হাইকোর্টের বিচারপতি) এবং এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র। গত সপ্তাহেই দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন তাঁরা।

Next Article