WITT 2024: বাড়ছে চ্যালেঞ্জ, সম্পর্কের অবনতি প্রতিবেশীদের সঙ্গে, কতটা তৈরি ভারতীয় সেনা?

Feb 23, 2024 | 1:05 PM

WITT 2024: ২৫ ফেব্রুয়ারি থেকে দিল্লির অশোক হোটেলে শুরু হচ্ছে 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে'-এর দ্বিতীয় সংস্করণ। এই সম্মেলনের একটিঅধিবেশন হল সত্তা সম্মেলন। এই সম্মেলনে অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের সামনে যে সকল সামরিক চ্যালেঞ্জ রয়েছে এবং সেগুলির মোকাবিলায় কতটা তৈরি প্রতিরক্ষা মন্ত্রক, সেই সম্পর্কে আলোচনা করবেন রাজনাথ সিং।

WITT 2024: বাড়ছে চ্যালেঞ্জ, সম্পর্কের অবনতি প্রতিবেশীদের সঙ্গে, কতটা তৈরি ভারতীয় সেনা?
TV9-এর মঞ্চে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: আর মাত্র দুদিন বাকি। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, ভারতের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক, TV9-এর বার্ষিক সম্মেলন, ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’। ভারত আজ কি ভাবছে, তা জানতে আগ্রহী আজ গোটা পৃথিবী। রাজনীতি, সিনেমা, ক্রীড়া, অর্থনীতি-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশ নেবেন এই সম্মেলনে। ভারত ও বিশ্বের বর্তমান সমস্যাগুলি নিয়ে তাঁদের ভাবনা-চিন্তা, মতামত জানাবেন তাঁরা। এই সম্মেলনে একটি অধিবেশন থাকছে ক্ষমতা সম্মেলন। এই অধিবেশনে, সামরিক কৌশল তৈরির ক্ষেত্রে ভারতের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে এবং সেগুলি মোকাবিলার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে কী প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই বিষয়ে আলোচনা করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

২৫ ফেব্রুয়ারি থেকে রাজধানী দিল্লির অশোক হোটেলে বসতে চলেছে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-এর দ্বিতীয় সংস্করণ। সম্মেলনের তৃতীয় দিনে হবে সত্তা সম্মেলন। যার নাম, ‘নয়া ভারতের শৌর্যগাথা’। এই অধিবেশনেই অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সীমান্তে ভারতের সামনে ক্রমাগত যে সকল নতুন নতুন চ্যালেঞ্জ উঠে আসছে এবং সেগুলির কীভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাঁর মন্ত্রক, সেই সকল বিষয়ে আলোচনা করবেন প্রতিরক্ষামন্ত্রী।

সেনাবাহিনীর আধুনিকীকরণ এবং দেশিয়করণের উপর কীভাবে জোর দিচ্ছে মোদী সরকার, তাও জানাবেন তিনি। আলোচনা করবেন, দেশীয়করণের ফলে সেনাবাহিনী কতটা উপকৃত হচ্ছে। আরও এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় যুদ্ধবিমান। যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা মেটাতে, কোন কোন দেশের সঙ্গে কী ধরনের চুক্তি নিয়ে আলোচনা চলছে ভারতের, সেই বিষয়েও নতুন নতুন তথ্য দিতে পারেন তিনি। এছাড়া, চিন ও পাকিস্তানের চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে করা হচ্ছে, কীভাবে জবাব দিচ্ছে সেনাবাহিনী, সেই বিষয়েও আলোচনা করবেন রাজনাথ সিং।

সত্তা সম্মেলনের শুরুতেই TV9 নেটওয়ার্কের এমডি তথা সিইও বরুন দাস স্বাগত ভাষণ দেবেন। এরপর বক্তব্য রাখবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই সম্মেলনে, জম্মু ও কাশ্মীরের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে তথ্য দেবেন কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ‘সত্তা সম্মেলন’ অংশ নেবেন, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এআইমিমের আসাদউদ্দিন ওয়াইসি-সহ বিরোধী দলগুলির বহু বিশিষ্ট নেতা। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে, এই নেতারা তাদের নিজ নিজ দলের কৌশল নিয়ে আলোচনা করতে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

Next Article