বারাণসী: নিজের কেন্দ্র, বারাণসীতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ, শুক্রবার তিনি বারাণসীতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন তিনি। এর অধীনে স্বাস্থ্য, বস্ত্র, পর্যটন, সড়ক ও শিল্প ক্ষেত্রে একাধিক প্রকল্পের সূচনা করা হবে।একইসঙ্গে এদিন তিনি সন্ত রবিদাসের মূর্তিরও উদ্বোধন করেন।
গুজরাটে যাবতীয় কর্মসূচি সেরে বৃহস্পতিবার রাতেই বারাণসীতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতেই তিনি আবার শিবপুর-ফুলওয়ারিয়া-লাহারতারা মার্গ পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ দিন সকাল থেকেই তিনি ফের কাজে নেমে পড়েন। আজ বারাণসীতে ১৩০০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন তিনি। এ দিন প্রথমেই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে সংসদ সংস্কৃত প্রতিযোগিতা, কাশী সংসদ জ্ঞান প্রতিযোগীতা ও কাশী সংসদ ফোটোগ্রাফি প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন তিনি।
এরপরে সন্ত রবিদাসের জন্মস্থান, সন্ত গুরু রবিদাস জন্মস্থলী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। পার্শ্ববর্তী রবিদাস পার্কে তৈরি সন্ত রবিদাসের মূর্তিও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ওখানেই তিনি সন্ত রবিদাস মিউজিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী মোদী উত্তর প্রদেশের অ্যাগ্রো পার্কে তৈরি আমূলের সবথেকে বড় ডেয়ারি প্ল্যান্টের উদ্বোধন করবেন। এরপরে তিনি একটি জনসভায় অংশ নেবেন। এখান থেকে ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন তিনি। এই প্রকল্পের অধীনে ২৩৩ নম্বর জাতীয় সড়কের উপরে ঘাগরা ব্রিজ-বারাণসীতে চার লেনের সড়ক তৈরি করা হবে। পাশাপাশি এনএইচ-৫৬ এ সুলতানপুর-বারাণসী সেকশনেও চার লেনের রাস্তা তৈরি করা হবে। ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে বারাণসী-ঔরঙ্গাবাদ সেকশনে তৈরি হবে ছয় লেনের রাস্তা। বারাণসী-রাঁচী-কলকাতা এক্সপ্রেসওয়েরও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি।