ছত্তারপুর: বাড়িওয়ালিকে গণধর্ষণের অভিযোগ উঠল মহিলা ভাড়াটিয়া এবং চার ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতাতে অভিযুক্তরা ৬ দিন ধরে আটকে একটি ঘরে আটকে রেখেছিল বলে অভিযোগ। সেখানেই তার উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোঘ। এমনকি ওই মহিলার প্রত্যক্ষ মদতেই এই যৌন অত্যাচার চলেছে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। এমনকি অভিযুক্ত ভাড়াটিয়া মহিলাও নির্যাতিতার সঙ্গে অস্বাভাবিক যৌনতা করেছেন বলে অভিযোগ। মধ্য প্রদেশের ছত্তারপুর জেলায় ঘটেছে এই ঘটনা। মঙ্গলবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ভাড়াটিয়া মহিলা নির্যাতিতার থেকে বড় অঙ্কের টাকা ধার নিয়েছিলেন। সময়সীমা পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত দেননি তিনি। নির্যাতিতা টাকা চাইলে তাঁকে ডেকে পাঠান ছত্তারপুরে। অভিযোগ, সেখানেই ঘরবন্দি করে চালানো হয় যৌন অত্যাচার।
পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের ঝাঁসিতে বাড়ি নির্যাতিতা মহিলার। তাঁর বাড়িতেই ভাড়া নিয়েছিলেন অভিযুক্ত মহিলা। ভাড়া নেওয়ার কয়েক মাস পর টাকা ধার নিয়েছিলেন তিনি। সেই টাকা ফেরত দেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছিল। কিন্তু তবুও তিনি টাকা ফেরত দেননি বলে অভিযোগ। কিন্তু নির্যাতিতা তাঁকে টাকার জন্য টাপ দিচ্ছিলেন। টাকা বিষয়ে আলোচনার জন্য অভিযুক্ত ভাড়াটিয়া মহিলা নির্যাতিতাকে ডেকে পাঠান ছত্তারপুরে। সেখানে আসার পরই চার ব্যক্তি তুলে নিয়ে যান নির্যাতিতাতে। এর পর তাঁকে একটি ঘরে বন্দি করে রাখা হয় বলে অভিযোগ। সেখানেই তাঁকে চার জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি ওই মহিলাও তাঁর সঙ্গ অস্বাভাবিক যৌনতা করেন বলে অভিযোগ। ৬ দিন আটকে রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তখন বাড়ি ফিরে আত্মীয়দের ঘটনার কথা জানান নির্যাতিতা। এর পর ছত্তারপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
ঘটনা নিয়ে ছত্তারপুর অরচা রোড থানার স্টেশন ইন চার্জ অভিষেক চৌবে জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মহিলা-সহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৪, ৩৫৪(ডি)-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।