AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arrest: চার পুরুষকে নিজের আঙুলে নাচাত এই নারী! সোশ্যাল মিডিয়ায় এর কীর্তি জানলে চোখ কপালে উঠবে…

Al Qaeda Terrorist: গত ২৩ জুলাই এটিএস ৪ জঙ্গিকে গ্রেফতার করে। ধৃত জঙ্গিরা হল মহম্মদ ফইক, মহম্মদ ফারদিন, সেফুল্লা কুরেশি, জিশান আলি।

Arrest: চার পুরুষকে নিজের আঙুলে নাচাত এই নারী! সোশ্যাল মিডিয়ায় এর কীর্তি জানলে চোখ কপালে উঠবে...
ধৃত জঙ্গি।Image Credit: X
| Updated on: Jul 30, 2025 | 1:41 PM
Share

আহমেদাবাদ: ভারতে জাল বিস্তার করছিল আল কায়েদার শাখা সংগঠন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মগজ ধোলাই চলছিল যুবদের। এবার গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াডের হাতে ধরা পড়ল মূল চক্রী। সামা পারভিন নামক বছর তিরিশের এক যুবতীকেই কর্নাটকের বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়।

গুজরাট এটিএসের তরফে জানানো হয়েছে, সামা-ই আল কায়েদার গোটা মডিউল পরিচালন করছিল। কর্নাটকে যে গোপনে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালন করছিল আল কায়েদা, তার প্রধান হ্যান্ডলার ছিল সামা। ইন্সটাগ্রামের মাধ্যমে যাবতীয় জঙ্গি কার্যকলাপ পরিচালন করত।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই এটিএস ৪ জঙ্গিকে গ্রেফতার করে। ধৃত জঙ্গিরা হল মহম্মদ ফইক, মহম্মদ ফারদিন, সেফুল্লা কুরেশি, জিশান আলি। গুজরাট, দিল্লি ও নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁদের। তদন্তে জানা যায়, ভারতের একাধিক জায়গায় নাশকতার ছক ছিল তাদের। সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করত। ভারতের বাইরে হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত তারা।

দেশের যুবকদের মগজধোলাই করত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারা বিভিন্ন অ্য়াপ ব্যবহার করত আল কায়েদার চিন্তাধারা প্রচার করার জন্য। নিজেদের ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলতে অটো ডিলিট অ্যাপ ব্যবহার করত। পাশাপাশি নকল নোটের চক্রও চালাত।