Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়ির উঠোনে পড়ে কাটা পুরুষাঙ্গ, পাশে কাতরাচ্ছে মিথিলেশ, হোলির দিনই গ্রামবাসী যে দৃশ্য দেখল, তা কখনও ভোলার নয়…

Crime: ঝগড়ার মাঝে স্ত্রী মেজাজ হারিয়ে স্বামীর দিকে ইঁট ছুড়ে মারেন। ইঁটের আঘাতে মিথিলেশ মাটিতে পড়ে যান। এই সময় স্ত্রী ঘরে গিয়ে সবজি কাটার ছুরি নিয়ে আসেন এবং সেই ছুরি দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলেন।

বাড়ির উঠোনে পড়ে কাটা পুরুষাঙ্গ, পাশে কাতরাচ্ছে মিথিলেশ, হোলির দিনই গ্রামবাসী যে দৃশ্য দেখল, তা কখনও ভোলার নয়...
এলাকাবাসীর ভিড়।Image Credit source: TV9 ভারতবর্ষ
Follow Us:
| Updated on: Mar 16, 2025 | 2:30 PM

পটনা: এ যেন সিনেমার স্ক্রিপ্ট। ফোনে কথা বলা নিয়ে আপত্তি। হোলির দিন ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। বাড়ির উঠোনে পড়ে রইল স্বামীর কাটা যৌনাঙ্গ। পুলিশ এসে গ্রেফতার করল স্ত্রীকে। মৃত্য়ু হল স্বামীর। গোটা ঘটনাতেই স্তম্ভিত এলাকাবাসী।

কী ঘটেছিল?

বিহারের বৈশালী জেলার বাসিন্দা স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বেধেছিল হোলির দিন। মিথিলেশ পাসওয়ান নামক ওই ব্যক্তি শ্রমিকের কাজ করতেন। হোলির দিন তিনি বাড়ি ফিরে দেখেন স্ত্রী ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। স্বামীকে দেখেই তিনি ফোন রেখে দেন। স্ত্রীর এই আচরণের তাঁর সন্দেহ হয় যে নিশ্চয়ই স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়েই কথা কাটাকাটি, বচসা শুরু হয়।

ঝগড়ার মাঝে স্ত্রী মেজাজ হারিয়ে স্বামীর দিকে ইঁট ছুড়ে মারেন। ইঁটের আঘাতে মিথিলেশ মাটিতে পড়ে যান। এই সময় স্ত্রী ঘরে গিয়ে সবজি কাটার ছুরি নিয়ে আসেন এবং সেই ছুরি দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলেন। ওই ব্যক্তির আর্তনাদ করতে শুরু করেন। তার চিৎকার শুনেই এলাকাবাসী ছুটে আসেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগটুকুও মেলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাড়িতেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

এলাকাবাসীরাই পুলিশে খবর দেন। এদিকে, স্বামীকে খুনের পরই অভিযুক্ত মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গ্রামবাসীরা তাঁকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।