ঔরঙ্গাবাদ: প্রসব বেদনা ওঠায় একাকী অটোরিক্সা (Auto) করে হাসপাতালে গিয়েছিলেন প্রসূতি। ঠিকমতো চিকিৎসা পেতে মহিলা হাসপাতালেই গিয়েছিলেন। কিন্তু, হাসপাতালে পৌঁছে যাওয়ার পরেও সেখানকার কর্মীদের থেকে কোনও সাহায্য মেলেনি। ফলে হাসপাতালে ভর্তি হতেও পারেননি। অগত্যা হাসপাতাল চত্বরে ওই অটোরিক্সাতেই সন্তান প্রসব করলেন মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদ থেকে ২৪০ কিলোমিটার দূরে বাসমতে মহিলা হাসপাতালে। যদিও প্রসূতিকে সাহায্য না করে রেহাই পাননি হাসপাতালের কর্মী। কাজে গাফিলতির অভিযোগে অভিযুক্ত কর্মীকে শোকজ নোটিশ ধরিয়েছে প্রশাসন।
ঠিক কী ঘটেছিল?
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গর্ভবতী এক মহিলা প্রসব বেদনা নিয়ে সোমবার একটি অটোরিক্সা করে বাসমত হাসপাতালে আসেন। কিন্তু, হাসপাতালে ভর্তি নেওয়ার জন্য কর্মীদের বলা হলেও কোনরকম সাহায্য পাননি তিনি। কেবল হাসপাতালের এক মহিলাকর্মী ওই প্রসূতিকে সাহায্য করতে এগিয়ে আসেন। তাঁর সাহায্যে অটোরিক্সাতেই সন্তান প্রসব করেন ওই মহিলা।
হাসপাতালে এসেও হাসপাতাল কর্মীদের থেকে সাহায্য না পাওয়া, অটোরিক্সায় সন্তান প্রসব করার ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতাল চত্বরে এসেও কেন অটোরিক্সায় সন্তান প্রসব করতে হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার কথা স্বীকার করে নিয়ে দুঃখপ্রকাশ করেছেন স্থানীয় প্রশাসনের আধিকারিক মঙ্গেশ তেহারে। তিনি ওই হাসপাতালের অভিযুক্ত কর্মীকে শোকজ নোটিশও ধরিয়েছেন।
মঙ্গেশ তেহারে জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, অভিযুক্ত কর্মী হাসপাতাল চত্বরেই একটি অনুষ্ঠান করতে ব্যস্ত। এক মহিলা কর্মী ছাড়া গর্ভবতী ওই মহিলাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি। এই ঘটনায় অভিযুক্ত কর্মীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। কাজের সময় তিনি কী করছিলেন, সে ব্যাপারে মঙ্গলবার জবাব তলব করা হবে।
অভিযুক্ত কর্মীকে শোকজ নোটিশ ধরিয়েই থেমে থাকেনি প্রশাসন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে, কর্মীদের কাজকর্ম খতিয়ে দেখতে মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে যাবেন প্রশাসনের ওই আধিকারিক। অন্যদিকে, প্রসূতি আপাতত সুস্থ রয়েছেন। তবে বিশেষ চিকিৎসার জন্য সদ্যোজাতটিকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।