‘এত কাছে এসেছিল… বড্ড অস্বস্তি হচ্ছিল’, কাঁদতে কাঁদতে ছুটে গেলে মহিলা সাংসদ, আরও বিপাকে রাহুল!
Rahul Gandhi: বৃহস্পতিবার সরাসরি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, রাহুল তাঁর সঙ্গে এদিন যে ব্যবহার করেছেন, তা কোনও সাংসদের করা উচিত নয়।
নয়া দিল্লি: বুধবার সকাল থেকেই সংসদে নাটক চরমে। প্রথমে রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ তোলেন বিজেপি সাংসদ সাংসদ প্রতাপ ষড়ঙ্গী। মাথা ফাটে তাঁর। আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। শুধু তাই নয়, মল্লিকার্জুন খড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলে কংগ্রেস। আর এবার আরও এক ভয়াবহ অভিযোগ উঠল সংসদে। এক মহিলা সাংসদের দাবি, রাহুল গান্ধী তাঁর এতটাই কাছে এসে গিয়েছিলেন যে প্রবল অস্বস্তি হচ্ছিল।
নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফ্যাংনন কন্যাক। বৃহস্পতিবার সরাসরি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, রাহুল তাঁর সঙ্গে এদিন যে ব্যবহার করেছেন, তা কোনও সাংসদের করা উচিত নয়। তাঁর মতো একজন তফশিলি উপজাতির মহিলা সাংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
মহিলা তাঁর চিঠিতে লিখেছেন, “আমি মকর দ্বারের কাছে দাঁড়িয়েছিলাম। অন্য দলের সদস্যদের প্যাসেজ করে দেওয়ার পরও রাহুল গান্ধী হঠাৎ আমার সামনে চলে আসেন। তারপর এত কাছে চলে আসেন যে একজন মহিলা হিসেবে আমার প্রবল অস্বস্তি হয়।”
জগদীপ ধনখড় জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। ধনখড় বলেন, “ওই মহিলা কাঁদতে কাঁদতে তাঁর কাছে এসেছিলেন। আমার সঙ্গে দেখা করেছেন। আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।”