AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained-Rohit Sharma: আরও একটা ‘শেষ দিন’! দেওয়াল লিখন পড়তে শুরু করে দিয়েছেন রোহিত শর্মা?

IND vs AUS, Rohit Sharma: নানা পরিবর্তন হয়েছে, এটুকু বলা যায়। আর সামনে আরও নানা পরিবর্তন হতেও চলেছে। কিন্তু এই পরিবর্তন কি নর্ম্যাল? হয়তো। পৃথিবীতে একটা বিষয়ই নিশ্চিত 'পরিবর্তন'। ভনিতা না করে সরাসরি পয়েন্টে আসা যাক।

Explained-Rohit Sharma: আরও একটা 'শেষ দিন'! দেওয়াল লিখন পড়তে শুরু করে দিয়েছেন রোহিত শর্মা?
Image Credit: Mark Nolan/Gareth Copley/Getty Images
| Updated on: Dec 19, 2024 | 7:23 PM
Share

মেরিন ড্রাইভের সেই ভিড় মনে পড়ে? হাজারো মানুষ। কেউ ফিরছেন অফিস থেকে। কেউ এসেছেন ভিড়ে মিশে যেতে! কোনও ব্যস্ততা নেই। অযথা গাড়ির হর্ন নেই। সবাই যেন দর্শক। এমনকি, আরবসাগর পর্যন্ত গুনেগেঁথে পাঠাচ্ছে ঢেউ। যেন একটা অন্য দিন। স্পেশাল মুহূর্ত! ভারত দ্বিতীয় বার টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আর চ্যাম্পিয়ন করার নায়কদের বাস প্যারেডে কেনই বা ব্যস্ততা দেখাবেন সমর্থকরা? বরং সময়টা থমকে থাক। তারপর…। নতুন কোচ, একের পর এক সিরিজ, টিমে তরুণদের আনাগোনা। কেউ আসছেন, বাদ পড়ছেন, আবার ফিরছেন। কীসের খোঁজে, বোঝা মুশকিল। নানা পরিবর্তন হয়েছে, এটুকু বলা যায়। আবহাওয়া বদলের আরও বার্তা থাকছে। এই পরিবর্তন কি নর্ম্যাল? হয়তো। পৃথিবীতে একটা বিষয়ই নিশ্চিত ‘পরিবর্তন’।...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন