হায়দরাবাদ: কামদেব জাতারা উৎসবের তিসির তেল সৌভাগ্যসূচক। এমনটাই বিশ্বাস করে তেলঙ্গনার তোদাসাম সম্প্রদায়। তাই তেলঙ্গানার আদিলাবাদ জেলার নারনুরে কামদেব জাতারা উৎসবের মেলায় আগত প্রায় সকল মহিলাই তিসির তেল পান করে। তবে সেকেন্ডের মধ্যে ২ লিটার তিসির তেল পান করে ফেললেন এক মহিলা। যা নজির বলা যায়।
তোদাসাম সম্প্রদায়েরই বাসিন্দা আদামাদুচু মেসরাম নাগুবাই চান্দু নামে ৫২ বছর বয়সি ওই মহিলা মহারাষ্ট্রের জাভিতা তালুকের কোদ্দেপুর গ্রামের বাসিন্দা। এবার তিনি দ্বিতীয় বছর তেলঙ্গানার আদিলাবাদ জেলার নারনুর এলাকায় কামদেব জাতারা উৎসবে যোগ দিতে আসেন। রবিবার রাতে তিনি এই মেলায় আসেন। আর পুজো দিয়েই বিশ্বাস নিয়ে ২ লিটার তিসির তেল পান করে নিলেন চান্দু। যেভাবে জল পান করা হয়, সেভাবে সেকেন্ডের মধ্যে তিসির তেল পান করে কার্যত মেলা চত্বরে নজির গড়লেন চান্দু।
কেবল চান্দু নন, তোদাসাম আদিবাসী সম্প্রদায়ের বহু মহিলাই তাঁদের বিশ্বাস মোতাবেক কামদেব জাতারা উৎসবের মেলায় এসে সৌভাগ্যসূচক তিসি তেল পান করেন। তাঁদের বিশ্বাস, এই তেল পান করলে ভাল কিছু ঘটবে। পরিবারের সকলের ভাল হবে। কামদেব মন্দির কমিটির সদস্য থোদাসাম নাগোরাও জানান, কয়েক শতাব্দী ধরে এই রীতি চলে আসছে।
মূলত, তোদাসাম আদিবাসী সম্প্রদায়ের উৎসব হল কামদেব জাতারা উৎসব। প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমার দিন আদিলাবাদ জেলার নারনুরে এই উৎসব হয়। এই উৎসবকে কেন্দ্র করে মেলাও বসে। এবারে গত শুক্রবার রীতি মেনে ঐতিহ্যবাহী বাজনা বাজিয়ে এই উৎসব শুরু হয়। তারপর দ্বিতীয় দিন ঘরে তৈরি তিসির তেল বিগ্রহকে অর্ঘ্য হিসাবে নিবেদন করা হয়। সেই তিসির তেলই মেলায় আগত তোদাসাম সম্প্রদায়ের মহিলারা পান করেন। ১৫ দিন ধরে মেলা চলে। উদ্যোক্তারা স্থানীয়দের আনন্দ দিতে ক্রিকেট, কবাডি, ভলিবল প্রতিযোগিতারও আয়োজন করে।
তেলঙ্গনায় কামদেব জাতারা উৎসব হলেও অন্ধ্র প্রদেশ, ছত্তীশগঢ়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বিভিন্ন জেলা থেকে তোদাসাম সম্প্রদায়ের হাজার-হাজার পুণ্যার্থী এই মেলায় আসেন। অনেকে তিসির তেল পান করতে না পারলেও মেলা চত্বরে আসেন সেই দৃশ্যের সাক্ষী হতে। ভিড় সামাল দিতে প্রচুর পুলিশকর্মীও মোতায়েন হয় মেলা চত্বরে। এছাড়া প্রশাসনের তরফে মেলায় মিনি দরবার বসে। সবমিলিয়ে বলা যায়, কামদেব জাতারা উৎসব তোদাসাম সম্প্রদায়ের কাছে মহোৎসবে পরিণত হয়।