মুম্বই: চলন্ত ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিতেই ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হল এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের অন্যতম ব্যস্ত স্টেশন দাদর রেলওয়ে স্টেশনে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলা উদয়ন এক্সপ্রেসে করে ফিরছিলেন। সেই সময়ই এক ব্যক্তি তাঁর কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেন। ওই মহিলা বাধা দিলে, তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় অভিযুক্ত।
পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে বেঙ্গালুরু-মুম্বইগামী সিএসএমটি উদয়ন এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। রাত সাড়ে ৮টা নাগাদ ট্রেনটি সবে দাদার স্টেশন থেকে বের হচ্ছিল, সেই সময়ে এক ব্যক্তি অসংরক্ষিত মহিলা কামরায় উঠে পড়ে। সেই সময় কামরায় হাতে গোনা কয়েকজন মহিলা যাত্রীই ছিলেন। গেটের কাছাকাছি বসে থাকা এক মহিলার কাছে নীল রঙের একটি ব্যাগ ছিল, যার মধ্যে টাকা ছিল। অভিযোগ, ওই ব্যক্তি মহিলা যাত্রীকে হেনস্থা করেন এবং তাঁর কাছ থেকে ব্য়াগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই মহিলা বাধা দিতেই তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় অভিযুক্ত। এরপর নিজেও ট্রেন থেকে লাফিয়ে নেমে পালিয়ে যায়।
আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অভিযোগের ভিত্তিতেই জিআরপি-তে অভিযোগ দায়ের করা হয়। এফআইআর দায়েরের আগেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ও স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।