Video: স্কুটারের পিছনে দৌড়ে আসছে কুকুরের দল, তাড়াহুড়ো করতে গিয়ে যা হল…দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 04, 2023 | 6:43 PM

কুকুর দলের জন্য আরও দুর্ঘটনা ঘটতে পারত বলে নেটিজেনদের অনেকেই কমেন্ট করেছেন।

Video: স্কুটারের পিছনে দৌড়ে আসছে কুকুরের দল, তাড়াহুড়ো করতে গিয়ে যা হল...দেখুন ভিডিয়ো
প্রতীকী ছবি।

Follow Us

ভুবনেশ্বর: স্কুটারের পিছনে ধেয়ে আসছে কুকুরের দল (Stray dogs)। বলা ভাল, মোটরবাইকটিকে তাড়া করছে পথকুকুরের দল। কুকুরের হাত থেকে বাঁচতে চালক রুদ্ধশ্বাসে ছোটাচ্ছেন স্কুটারটি। কিন্তু, দ্রুত গতিতে যেতে গিয়ে বেসামাল হয়ে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইকে ধাক্কা মারে স্কুটারটি। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন চালক সহ ৩ আরোহী। আর তারপরই কুকুরের দল পিছু হটে যায়। বলা যায়, কুকুরদের জন্যই দুর্ঘটনাটি ঘটল। চাঞ্চল্য়কর এই দুর্ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল। কুকুর দলের জন্য আরও দুর্ঘটনা ঘটতে পারত বলে নেটিজেনদের অনেকেই কমেন্ট করেছেন।

জানা গিয়েছে, পথকুকুরদের তাড়া খেয়ে স্কুটার দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ওড়িশার বহরমপুরে। মোটরবাইকটিতে এক শিশু সহ দুই মহিলা ছিলেন। চালকের আসনে ছিলেন এক মহিলা। তাঁরা সকলেই ওড়িশার বাসিন্দা। এই দুর্ঘটনায় শিশু সহ তিন আরোহী কম-বেশি জখম হয়েছেন।

কুকুরদের তাড়া খেয়ে স্কুটারটি দুর্ঘটনায় জখম এক মহিলা বলেন, “আমরা সন্ধ্যা ৬টা নাগাদ মন্দিরে যাচ্ছিলাম। সেই সময় ৬-৮টি কুকুর আমাদের ধাওয়া করে। তখন স্কুটারের গতিবেগ না বাড়ালে আমাদের কামড় দিতে পারত কুকুরের দল।” আবার ঘটনায় আতঙ্কিত স্কুটির সওয়ারি আরেক মহিলা বলেন, “একটা বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যদি কোনও বৈদ্যুতিক পোস্টে বা অন্য কোথাও ধাক্কা খেতাম অথবা নর্দমায় পড়ে যেতাম, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”

সারমেয়দের জন্য যে এরকম দুর্ঘটনা ঘটতে পারে, তা কল্পনা করতে পারছেন না ওই স্কুটি আরোহীরা। হতবাক হয়েছেন নেটিজেনরাও। তবে স্কুটি আরোহীদের কারও মাথাতেই হেলমেট ছিল না। ফলে এটা আরও বিপজ্জনক বলে টুইটারে কটাক্ষ করেছেন নেটিজেনদের কয়েকজন। আবার পথকুকুরদের দিকে সরকারের নজর দেওয়া উচিত বলে জানিয়েছেন আরেক নেটিজেন। আবার কেউ বহরমপুর পুরসভাকে ট্যাগ করে সারমেয় দলের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি তুলেছেন। সবমিলিয়ে, দু-চাকা আরোহীদের অনেকের কাছেই বিভীষিকা হয়ে উঠেছে পথকুকুর।

Next Article