Delhi Court Firing: ভরা আদালত চত্বরেই চলল একের পর এক গুলি, আইনজীবীর পোশাক পরে মামলাকারী মহিলার উপরে হামলা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 21, 2023 | 11:40 AM

Delhi: সাকেত আদালতে এক মহিলার উপরে গুলি চালায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। মোট চার রাউন্ড গুলি চালানো হয়েছে ওই মহিলার উপরে।

Delhi Court Firing: ভরা আদালত চত্বরেই চলল একের পর এক গুলি, আইনজীবীর পোশাক পরে মামলাকারী মহিলার উপরে হামলা
আদালত চত্বরে চলল গুলি।

Follow Us

নয়া দিল্লি: ভরা আদালতের মধ্যেই চলল গুলি (Firing)। গুলিবিদ্ধ হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে নয়া দিল্লি(Delhi)-তে। সেখানের সাকেত আদালতে এক মহিলার উপরে গুলি চালায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। মোট চার রাউন্ড গুলি চালানো হয়েছে ওই মহিলার উপরে। ঘটনাস্থলেই উপস্থিত ছিল পুলিশ। সঙ্গে সঙ্গে তাঁরা আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলাকারীর খোঁজ করছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০টা নাগাদ দিল্লির সাকেতের একটি জেলা আদালতে এক মহিলার উপরে গুলি চলে। পরপর চার রাউন্ড গুলি চালানো হয় ওই মহিলার উপরে। গুলি লেগে গুরুতর আহত হন ওই মহিলা। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই মহিলার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে, আততায়ীর পরিচয় এখনও জানা যায়নি। তবে হামলাকারী ওই মহিলার পূর্ব পরিচিত বলেই মনে করা হচ্ছে। আইনজীবীর পোশাক পরে এসেছিল হামলাকারী।

পুলিশের  এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আর্থিক বচসা সংক্রান্ত একটি মামলার শুনানির জন্য আদালতে এসেছিলেন ওই মহিলা। হঠাৎ আইনজীবীর পোশাক পরা এক ব্য়ক্তি ওই মহিলার উপরে চড়াও হয়। তাঁকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। মহিলার পেটে একটি গুলি লাগে। আহত মহিলাকে ধরে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। একটি কাপড় দিয়ে তাঁর পেটের ক্ষতস্থান চেপে ধরে রাখতে দেখা যায়।

জানা গিয়েছে, হামলাকারী ওই ব্যক্তির বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

Next Article