লখনউ: মোবাইলের ভয়ঙ্কর নেশা স্ত্রীর। সকাল থেকে রাত-সর্বক্ষণ হাতে মোবাইল। সারাদিন ধরে চলছে রিলস দেখা, ফেসবুক-হোয়াটসঅ্যাপ। স্ত্রীর এই অভ্যাসে তিতিবিরক্ত স্বামী। কিন্তু মুখ বুজে সহ্য করছিলেন সব। একদিন মুখ খুলতেই ভয়ঙ্কর পরিণতি হল তাঁর। মোবাইল কেড়ে নেওয়ায় চরম শিক্ষা দিলেন স্ত্রী, বিছানায় হাত-পা বেঁধে বিদ্যুতের ঝটকা দিলেন স্বামীকে।
স্ত্রীর মোবাইলের নেশা সম্পর্কে আগেই অবগত ছিলেন উত্তর প্রদেশের আগ্রার বাসিন্দা প্রদীপ।কিন্তু মোবাইল ব্যবহারে বাধা দেওয়ার ফল যে এমন ভয়ঙ্কর হবে, তা কল্পনাও করতে পারেননি। স্ত্রীর মোবাইলের আসক্তি নিয়েই শ্বশুরবাড়িতে অভিযোগ জানিয়েছিলেন ওই ব্যক্তি। স্ত্রীর মা-বাবা পরামর্শ দেন মোবাইল কেড়ে নেওয়ার।
সেই কাজ করতেই হাতেনাতে পেলেন মারাত্মক ফল। মোবাইল কেড়ে নিতেই স্বামীকে মারধর করেন স্ত্রী। এরপর বিছানায় হাত-পা বেঁধে রেখে বিদ্যুতের ঝটকাও দেন।
ওই দম্পতির ১৪ বছরের ছেলে যখন মাকে বাধা দিতে যায়, তখন ওই মহিলা ছেলেকেও মারধর করেন। এই ঘটনার পরই পুলিশের কাছে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিত ব্যক্তি। পুলিশ ওই মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩২৮ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই মহিলা পলাতক।