নয়া দিল্লি: প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে টক্কর দেবেন কে? কে হবেন বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী? ইন্ডিয়া জোট গঠন হওয়ার পর থেকেই এই প্রশ্ন নিয়ে জল্পনা চলছিল। জোটের তরফে কোনও পক্ষই স্পষ্টভাবে কিছু জানায়নি। অবশেষে শেষে দফার ভোটের দিন বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে পছন্দের নাম ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি। শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে স্পষ্ট জানালেন, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ রাহুল গান্ধী।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মল্লিকার্জুন খাড়্গে জানান, যদি বিজেপিকে পরাজিত করে ইন্ডিয়া জোট জয়ী হয়, তাহলে নরেন্দ্র মোদীর উত্তরসূরী হবেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর জনপ্রিয়তা ও তাঁর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা-র সফলতার প্রসঙ্গ তুলে ধরে কংগ্রেস সভাপতি আরও বলেন, “রাহুল আমাদের যুব নেতা, গোটা দেশ জানে। প্রধানমন্ত্রী পদের জন্য রাহুল গান্ধী আমার প্রথম পছন্দ।”
রাহুল গান্ধী কেন তাঁর প্রথম পছন্দ, সেটাও তুলে ধরেন প্রবীণ কংগ্রেস নেতা। তিনি জানান, নির্বাচনের আগে রাহুল গান্ধী দুটি ভারত জোড়ো যাত্রা-র নেতৃত্ব দিয়েছিলেন। যুব থেকে বয়স্ক, সব ধরনের মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন, মঞ্চ থেকে দলীয় কর্মীদের মধ্যে খাবার ভাগ করে নিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছিলেন। তিনিই এই পদের জন্য সবচেয়ে জনপ্রিয় হবেন।
রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়ঙ্কা গান্ধী ভদরাকেও নির্বাচনে আত্মপ্রকাশ করার ব্যাপারে তিনি জোর দিয়েছিলেন বলেও জানান খাড়্গে। যদিও শেষ পর্যন্ত প্রিয়ঙ্কা গান্ধী ভদরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে সংগঠন পরিচালনার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান কংগ্রেস সভাপতি।