থানে: খুন করে প্রমাণ লোপাটের নৃশংস পন্থা! সমুদ্রতটে একটি ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হল মহিলার মুণ্ডহীন দেহ। শুক্রবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনার সাক্ষী হয়েছে মুম্বইয়ের কাছে থানে জেলা মহিলার দেহ উদ্ধারের পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও তাঁর পরিচয় মেলেনি। কোনও মহিলা নিখোঁজের ডায়েরি এখনও পর্যন্ত থানায় হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভায়ান্দার পশ্চিম এলাকায় সমুদ্রতটে পরিত্যক্ত একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। দেহটি দু-টুকরো করা ছিল। মহিলার পরনে ছিল টি-শার্ট। বাহুতে ত্রিশূল ট্যাটু করা রয়েছে এবং হিন্দিতে ‘ওম’ লেখা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তান সাগরী থানা। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এদিন সকাল ৮টা নাগাদ থানে জেলার ভায়ান্দার পশ্চিম এলাকার বাসিন্দারাই সমুদ্রতটে দাবিহীন একটি ট্রাভেল ব্যাগ দেখতে পান। তারপর খবর পেয়ে উত্তান সাগরী থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ব্যাগটি খুলতেই সকলের চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা হয়। ওই ব্যাগের ভিতর থেকে এক মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। মুণ্ড না থাকায় মহিলার পরিচয় জানতে সমস্যা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। কোনও মহিলার নিখোঁজ হওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগও দায়ের হয়নি। দেহ সমেত ব্যাগটি সমুদ্রের ঢেউয়ে তটে ভেসে এসেছে নাকি কেউ ফেলে দিয়ে গিয়েছে, সেটাও এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে উত্তান সাগরী থানার পুলিশ জানিয়েছে।