নয়া দিল্লি: স্পেশাল ইকনমিক জোন বা এসইজেডের কর্মীদের জন্য বাড়ি থেকে কাজ করার সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে পারবেন ওই কর্মীরা। সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। স্পেশাল ইকনমিক জোন সংক্রান্ত আইন অনুযায়ী, কর্মীদের জন্য এই নয়া নিয়ম চালু করা হচ্ছে।
এসইজেড হল মূলত এমন একটি অঞ্চল যা শুল্ক মুক্ত। শুল্ক সংক্রান্ত আইনের মধ্যে গণ্য হয় না এই অঞ্চল। কর্মসংস্থান বাড়াতে, রফতানি বাড়াতেই মূলত এই এসইজেড তৈরি করা হয়েছে ভারতে। সেখানকার কর্মীদের জন্যই বিশেষ নিয়মের কথা বলল কেন্দ্র।
এসইজেডের কর্মীদের একটা বড় অংশের জন্য এই সুবিধা দিচ্ছে কেন্দ্র। আইটি বিভাগের কর্মী, যাঁরা অফিসের বাইরে গিয়ে কাজ করেন, তাঁদের জন্য মূলত এই সুযোগ থাকছে। মোট কর্মীর সর্বাধিক ৫০ শতাংশ কর্মীকে এই সুবিধা দেওয়া যেতে পারে। এর মধ্যেই ধরা হবে চুক্তিভিত্তিক কর্মীদের।
কেন্দ্রের তরফে বলা হয়েছে, কাদের এই সুবিধা দেওয়া হবে, সেটা ঠিক করবেন ডেভেলপমেন্ট কমিশনার। তবে এক বছরের বেশি কেউ বাড়ি থেকে কাজ করতে পারবেন না। বর্তমানে এসইজেডের কর্মীরা বাড়ি থেকেই কাজ করছেন। বাড়ি থেকে কাজ করার জন্য যা কিছু দরকার, তা সবই কর্মীদের দেওয়া হবে বলে জানানো হয়েছে।
করোনা পরিস্থিতি আসার আগে ভারতে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার তেমন চল ছিল না। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় এই নতুন পদ্ধতি চালু করে সরকারি, বেসরকারি অনেক সংস্থা। মোটামুটিভাবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয়, এমন কর্মীদের বাড়ি থেকেই কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আবার তাঁদের অফিসে কাজ করার জন্য ডাকা হচ্ছে। আর এবার সরকারি ক্ষেত্রেই বাড়ল বাড়ি থেকে কাজের সুযোগের পরিধি।