Year Ender 2022: পঞ্জাবে আপের চমকপ্রদ উত্থান, চার রাজ্যে ক্ষমতা ধরে রাখতে সফল বিজেপি

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 23, 2022 | 5:21 PM

Year Ender 2022: বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে ক্ষমতায় ছিল বিজেপি, তারাই শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে সমর্থ হয়। অন্যদিকে, পঞ্জাবে চমকপ্রদ জয় পায় আম আদমি পার্টি।

1 / 6
বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে ক্ষমতায় ছিল বিজেপি, তারাই শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে সমর্থ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। অন্যদিকে, পঞ্জাবের ক্ষমতায় ছিল কংগ্রেস। এই রাজ্যে ক্ষমতা বদল ঘটে, বিপুল জয় পায় আম আদমি পার্টি।

বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে ক্ষমতায় ছিল বিজেপি, তারাই শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে সমর্থ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। অন্যদিকে, পঞ্জাবের ক্ষমতায় ছিল কংগ্রেস। এই রাজ্যে ক্ষমতা বদল ঘটে, বিপুল জয় পায় আম আদমি পার্টি।

2 / 6
উত্তর প্রদেশ: ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত দফায় ভোট গ্রহণ করা হয়েছিল উত্তর প্রদেশে। ১০ ফেব্রুয়ারি ভোট গণনার পর দেখা যায়, ৪০৮ আসনের উত্তর প্রদেশ বিধানসভায় বিজেপি জয়ী হয়েছে ২৫৫ আসনে। আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি জিতেছে ১১১ আসনে। কংগ্রেস এবং বহুজন সমাজবাদী পার্টির আসন সংখ্যা নেমে আসে একক সংখ্যায়। কংগ্রেস পায় ২টি আসন এবং বিএসপি মাত্র ১টি। রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ।

উত্তর প্রদেশ: ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত দফায় ভোট গ্রহণ করা হয়েছিল উত্তর প্রদেশে। ১০ ফেব্রুয়ারি ভোট গণনার পর দেখা যায়, ৪০৮ আসনের উত্তর প্রদেশ বিধানসভায় বিজেপি জয়ী হয়েছে ২৫৫ আসনে। আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি জিতেছে ১১১ আসনে। কংগ্রেস এবং বহুজন সমাজবাদী পার্টির আসন সংখ্যা নেমে আসে একক সংখ্যায়। কংগ্রেস পায় ২টি আসন এবং বিএসপি মাত্র ১টি। রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ।

3 / 6
উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডে বিজেপির প্রধান প্রতিপক্ষ ছিল কংগ্রেস। তবে, নির্বাচনে বিজেপিকে সামান্য বেগও দিতে পারেনি কংগ্রেস। ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি জেতে ৪৭টি আসন, আর কংগ্রেস জয় পায় মাত্র ১৯টি আসনে। বিএসপি জেতে ২টি আসনে। প্রথমবার এই রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করে একটিও আসন পায়নি আম আদমি পার্টি।

উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডে বিজেপির প্রধান প্রতিপক্ষ ছিল কংগ্রেস। তবে, নির্বাচনে বিজেপিকে সামান্য বেগও দিতে পারেনি কংগ্রেস। ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি জেতে ৪৭টি আসন, আর কংগ্রেস জয় পায় মাত্র ১৯টি আসনে। বিএসপি জেতে ২টি আসনে। প্রথমবার এই রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করে একটিও আসন পায়নি আম আদমি পার্টি।

4 / 6
মণিপুর: ৫ বছর আগের নির্বাচনের থেকে ১১টি আসন বেশি জিতে উত্তর-পূর্বের এই রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় বিজেপি জেতে ৩২টি আসনে। কংগ্রেসের ঝুলিতে যায় মাত্র ৫টি আসন। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি ৭টি, জেডি (ইউ) ৬টি এবং নাগা পিপলস ফ্রন্ট ৫টি আসনে জয় পায়।

মণিপুর: ৫ বছর আগের নির্বাচনের থেকে ১১টি আসন বেশি জিতে উত্তর-পূর্বের এই রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় বিজেপি জেতে ৩২টি আসনে। কংগ্রেসের ঝুলিতে যায় মাত্র ৫টি আসন। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি ৭টি, জেডি (ইউ) ৬টি এবং নাগা পিপলস ফ্রন্ট ৫টি আসনে জয় পায়।

5 / 6
গোয়া: ৪০ আসনের গোয়া বিধানসভায় ২০টি আসন জিতে ক্ষমতা ধরে রাখে বিজেপি। কংগ্রেস জিতেছিল মাত্র ১১টি আসনে। এই রাজ্যে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিল আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস। আপ ২টি আসনে জয় পেলেও তৃণমূল কংগ্রেস আসনশূন্যই থাকে।

গোয়া: ৪০ আসনের গোয়া বিধানসভায় ২০টি আসন জিতে ক্ষমতা ধরে রাখে বিজেপি। কংগ্রেস জিতেছিল মাত্র ১১টি আসনে। এই রাজ্যে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিল আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস। আপ ২টি আসনে জয় পেলেও তৃণমূল কংগ্রেস আসনশূন্যই থাকে।

6 / 6
পঞ্জাব: গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালা বদল ঘটে পঞ্জাবে। এই রাজ্যে মাত্র দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল আম আদমি পার্টি। ভগবন্ত সিং মানের নেতৃত্বে ১১৭ আসনের   পঞ্জাব বিধানসভায় ৯২ আসন জিতে চমকপ্রদ উত্থান ঘটে আপের। অন্যদিকে, পাঁচ বছর আগে ৭৭ আসনে জেতা কংগ্রেসের জোটে মাত্র ১৮টি আসন। পঞ্জাবের আরেক পুরোনো দল শিরোমণি অকালি দলও মাত্র ৩টি আসনে জয় পায়। বিজেপি পায় ২টি আসন।

পঞ্জাব: গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালা বদল ঘটে পঞ্জাবে। এই রাজ্যে মাত্র দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল আম আদমি পার্টি। ভগবন্ত সিং মানের নেতৃত্বে ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় ৯২ আসন জিতে চমকপ্রদ উত্থান ঘটে আপের। অন্যদিকে, পাঁচ বছর আগে ৭৭ আসনে জেতা কংগ্রেসের জোটে মাত্র ১৮টি আসন। পঞ্জাবের আরেক পুরোনো দল শিরোমণি অকালি দলও মাত্র ৩টি আসনে জয় পায়। বিজেপি পায় ২টি আসন।

Next Photo Gallery