Year Ender 2022: মুখ্যমন্ত্রী থাকলেন নীতীশই, বিহার দেখল জেডি(ইউ)-র সঙ্গী বদল

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 23, 2022 | 4:43 PM

Year Ender 2022: ২০২২ সালে আরও একবার পাল্টি খেয়েছেন জেডিইউ নেতা নীতীশ কুমার। ৯ অগস্ট মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিজেপির হাত ছেড়ে তিনি আরজেডি, কংগ্রেস ও বামদলগুলির সঙ্গে জোট গড়ে নতুন সরকার গঠন করেছেন।

Year Ender 2022: মুখ্যমন্ত্রী থাকলেন নীতীশই, বিহার দেখল জেডি(ইউ)-র সঙ্গী বদল
শপথ গ্রহণের পর নীতীশ এবং তেজস্বী

Follow Us

পটনা: ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লড়েছিল নীতীশ কুমারের জেডি (ইউ)। বিজেপি জিতেছিল ৭৪ আসনে, জেডি (ইউ) মাত্র ৪৩ আসনে। তারপরও, নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি মেনে নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন করেছিল বিজেপি। গঠিত হয়েছিল এনডিও সরকার। অন্যদিকে, ৭৫ আসনে জিতেও সরকার গড়তে পরেনি আরজেডি। কিন্তু, ৯ অগস্ট মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বদলে ঘটে যায় ক্ষমতার পালা বদল।
বেশ কয়েকদিন আগে থেকেই অবশ্য বিজেপি – জেডি (ইউ) – দুই জোটসঙ্গীর মধ্যে অল্পবিস্তর খটাখটি চলছিল। ৯ অগস্ট সকালে নিজ বাসভবনে দলীয় সাংসদ ও বিধায়কদের নিয়ে এক বৈঠক করেন নীতীশ। শোনা যায়, সেখানে নীতীশ জানিয়েছিলেন বিজেপির সঙ্গে জোট, রাজ্যে তাঁর দলকে দুর্বল করে দিচ্ছে। বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডি, বাম ও কংগ্রেসের সঙ্গে নয়া জোট গড়ার বিষয়ে নীতীশকে সমর্থন করেন দলীয় সাংসদ-বিধায়করা। নীতীশকেই জোটের নেতা হিসেবে মেনে নেন তাঁরা।
প্রায় একই সময়ে আরজেডি বিধায়করাও এক বৈঠকে মিলিত হয়েছিলেন। এরপর, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনে আরজেডি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন, মহাজোটের শরিক বাম এবং কংগ্রেস। ওই বৈঠকেই নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছিলেন মহাজোটের বিধায়করা।
বিকেল ৪টে নাগাদ, রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করেছিলেন নীতীশ। এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ। এরপর, নীতীশ কুমার আসেন রাবড়ি দেবীর বাসভবনে। মহাজোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিকাল সাড়ে পাঁচটায় আরজেডি নেতা তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে এবং অন্যান্য দলের সমর্থনের চিঠি নিয়ে রাজভবনে ফিরে আসেন নীতীশ। নয়া জোট সরকার গঠনের দাবি জানান নীতীশ কুমার।
পরদিন, ১০ অগস্ট রাজভবনে অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতীশ কুমার। তাঁর সঙ্গেই শপথ নেন আরজেডি নেতা তেজস্বী যাদবও। ওই দিন রাতেই তাঁকে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। পরে অন্যান্য মন্ত্রীরা শপথ নিয়েছিলেন।
Next Article