নয়া দিল্লি: বিধানসভায় বিল পাশ হয়ে গেলেও আটকে থাকছে রাজভবনে গিয়ে। পাশ হওয়া বিলে স্বাক্ষরই করছেন না রাজ্যপাল (Governor)। এই অভিযোগ রয়েছে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের বিরুদ্ধে। রাজ্যপালদের এই নিষ্ক্রিয়তা নিয়েই এবার কড়া ধমক দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আজ, শুক্রবার শীর্ষ আদালতের তরফে পঞ্জাব (Punjab) ও তামিলনাড়ুর (Tamil Nadu) রাজ্যপালকে তীব্র ভর্ৎসনা করা হয় বিল স্বাক্ষরে গড়মসি করা নিয়ে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের তরফে দুই রাজ্যের রাজ্যপালকেই অবিলম্বে বিলে সই করতে বলা হয়।
এ দিন শীর্ষ আদালতের তরফে তামিলনাড়ু ও পঞ্জাবের রাজ্যপালকে ধমক দিয়ে বলা হয়, “নির্বাচিত বিধানসভায় পাশ হওয়া বিলে সই করতে দয়া করে দেরি করবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়”। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ধমকের সুরে বলেন, “আগুন নিয়ে খেলছেন আপনারা। কী করে রাজ্যপাল এই কথা বলতে পারেন? পঞ্জাবে যা হচ্ছে, তা নিয়ে আমরা মোটেই খুশি নই। সংসদীয় গণতন্ত্র এভাবে চলতে পারে?”
ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার কথা উল্লেখ করে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে বলা হয়, “গণতন্ত্রের নিয়ম রয়েছে। তা মেনে চলতে হবে।”
পঞ্জাব সরকার রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। আপ সরকারের অভিযোগ, বিধানসভায় পাশ হওয়া বিলগুলিতে সই করছেন না রাজ্য়পাল। তাঁর এই ধরনের “অসাংবিধানিক আচরণে”র ফলে গোটা প্রশাসনের কাজই আটকে যাচ্ছে। পঞ্জাব সরকারের তরফে সওয়াল করছিলেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, “শিক্ষা ও অর্থ সংক্রান্ত বিল সহ মোট সাতটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল। গত জুলাই মাসে এই বিল পাঠানো হয়েছিল কিন্তু তিনি এখনও স্বাক্ষর করেননি। রাজ্যপালের নিষ্ক্রিয়তা প্রশাসনিক কাজে প্রভাব ফেলেছে।”
এরপরি শীর্ষ আদালতের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দেওয়া হয় পঞ্জাবের রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত বিধানসভায় পাশ হওয়া কতগুলি বিলে সই করেছেন, তার বিস্তারিত তথ্য রেকর্ড করতে।
অন্যদিকে, তামিলনাড়ু সরকারের তরফেও সুপ্রিম কোর্টে বিলে স্বাক্ষর না করা নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। ডিএমকে সরকার ও রাজ্য়পাল রবির মধ্য়েও বিগত কয়েক মাস ধরে বিরোধ চলছে।