নয়া দিল্লি: জোরে শব্দবাজি ফাটানো বা স্পিকার চালানোর আগে সাবধান হন। কারণ নিয়ম ভাঙলে জরিমানা হতে পারে ১ লক্ষ টাকাও। শব্দ দূষণের সংশোধিত নিয়ম প্রকাশ করেছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (DPCC)। যেখানে শহরের মধ্যে শব্দ দূষণের নয়া জরিমানার তালিকা প্রকাশিত হয়েছে। নয়া নিয়মে ন্যূনতম ১ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নিতে পারে প্রশাসন।
নির্দিষ্ট সময়ের বাইরে কোনও আবাসনে বা বাণিজ্যিক স্থানে শব্দবাজি ফাটালে কোনও ব্যক্তির ১ হাজার টাকা জরিমানা হতে পারে। আর যদি সাইলেন্ট জ়োনে ওই ব্যক্তি শব্দবাজি ফাটান, তাহলে জরিমানা হবে ৩ হাজার টাকা। কোনও মিছিলে বা বিয়েবাড়ির মতো কোনও অনুষ্ঠানে শব্দবাজির যথেচ্ছ ব্যবহারে জরিমানা হতে পারে ১০ হাজার টাকা। একই নিয়ম সাইলেন্ট জ়োনে ভাঙলে জরিমানা দিতে হবে ২০ হাজার টাকা।
যদি দ্বিতীয় বার কোনও ব্যক্তি একই নিয়ম ভাঙেন তাঁকে দিতে হবে ৪০ হাজার টাকা। এরপরও ভুল করলে ১ লক্ষ টাকাও জরিমানা নিতে পারে দিল্লি শব্দ দূষণ নিয়ন্ত্রক কমিটি। পাশাপাশি ওই অঞ্চল সিল করে দেবে তারা। একই সঙ্গে জেনারেটরের মাধ্যমে শব্দ দূষণকেও গুরুত্ব দিয়ে দেখছে ডিপিসিসি। ইতিমধ্যেই ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এই প্রস্তাব গ্রহণ করেছে। দ্রুত এই প্রস্তাব কার্যকরী হবে। শব্দ দূষণে এই কঠোর পদক্ষেপে খুশি পরিবেশপ্রেমীরা। আরও পড়ুন: সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, আইপিএস অফিসারের বিরুদ্ধে ‘দেশদ্রোহের’ মামলা