একটা হোয়াটসঅ্যাপেই করা যাবে ভ্যাকসিনের স্লট বুকিং, কী সেই পদ্ধতি?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 24, 2021 | 12:04 PM

বর্তমানে কো-উইন অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের স্লট বুক করতে হয়। হোয়াটসঅ্যাপে সেই প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

একটা হোয়াটসঅ্যাপেই করা যাবে ভ্যাকসিনের স্লট বুকিং, কী সেই পদ্ধতি?
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: দ্রুত দেশের সব স্তরে যাতে টিকাকরণ (Vaccination) করা যায়, সেই উদ্যোগই নিয়েছে কেন্দ্র। তৃতীয় ঢেউ (Third Wave) এড়াতে দ্রুত ও আরও বেশি মাত্রায় টিকাকরণের কথাই বলছেন বিশেষজ্ঞরা। দেশের বিপুল জনসংখ্যার টিকাকরণ যাতে আরও সহজে হয়, সে কথা মাথায় রেখে এ বার আরও একধাপ এগিয়ে হোয়াটসঅ্যাপেই (Whatsapp) স্লট বুক করার প্রক্রিয়া চালু করল কেন্দ্র। এ বার থেকে কো-উইন অ্যাপের মাধ্যেম স্লট বুক না করলেও হবে। চলতি বছরের মধ্যে গোটা দেশ জুড়ে টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। তাই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মঙ্গলবার সকালে নতুন পদ্ধতির কথা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি লিখেছেন, ‘ফোন থেকে কয়েক মিনিটের মধ্যে সহজেই বুক করুন ভ্যাকসিনের স্লট।

কী ভাবে বুক করবেন?

‘Book Slot’ লিখে পাঠাতে হবে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বরে। MyGovIndia Corona Helpdesk-এর হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করার পর একটি ওটিপি আসবে আপনার ফোনে। সেই ওটিপি দিয়ে ভেরিফাই করার পর পরবর্তী ধাপগুলি নির্দেশ মতো পার করতে হবে। টুইটে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি লিঙ্ক দিয়েছেন, সেখানে ক্লিক করলেই পদ্ধতিটা পরিস্কার হয়ে যাবে। সব ধাপ পার করলে আপনার কাছে প্রয়োজনীয় তথ্য চলে আসবে কো-উইন অ্যাপ থেকে।

হোয়াটসঅ্যাপেই পাওয়া যায় ভ্যাকসিনের সার্টিফিকেট:

এ ছাড়া চলতি মাসেই আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া যাবে ভ্যাকসিনের সার্টিফিকেটও। অনেকেই কো-উইন থেকে সার্টিফিকেট পেতে সমস্যায় পড়েন, তাই এই পদ্ধতি সার্টিফিকেট পাওয়ার বিষয়টা আরও সহজ করেছে। স্বাস্থ্য মন্ত্রকের অফিস থেকে টুইট করে সেই পদ্ধতি সম্পর্কেও অবগত করা হয়েছে। মোট তিনটি ধাপে এই সার্টিফিকেট পাওয়া যায় সহজেই।

9013151515 হল স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া নম্বর। ফোনে এই নম্বর সেভ করে covid certificate লিখে হোয়াটসঅ্যাপ করতে হবে। এরপর ফোনে আসবে ওটিপি। সেই ওটিপি দিলে কয়ে সেকেন্ডের মধ্যে চলে আসবে সার্টিফিকেট।

বর্তমানে ভ্যাকসিনের সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে করোনার নতুন কোনও ঢেউ না আসে, তার জন্য অনেক ক্ষেত্রে এই ভ্যাকসিনের সার্টিফিকেট বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।

টিকাকরণের শুরু থেকেও ডিজিটাল প্ল্যাটফর্মেই জোর দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের নকশা করা কো-উইন (Co-Win) ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমেই দেশে চলছে কোভিড টিকাকরণ। সেই প্ল্যাটফর্মের কোড অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নিতে আগেই রাজি হওয়ার কথা আগেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়া কো-উইন কনক্লেভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, বিশ্বের অন্যান্য দেশের হাতে বিনামূল্যে এই অ্যাপ তুলে দেবে ভারত। গত মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, মানবিকতা ব্যবসার আগে। তাই ফের একবার বিশ্বের কাছে বিনামূল্যে কো-উইন প্ল্যাটফর্ম তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। আরও পড়ুন: ১২ বছরের উর্ধ্বে কাদের প্রথম দেওয়া হবে ভ্যাকসিন?

Next Article