১২ বছরের উর্ধ্বে কাদের প্রথম দেওয়া হবে ভ্যাকসিন?

ভারতে সদ্য ছাড়পত্র পেয়েছে জ়াইডাস ক্যাডিলার (Zydus Cadila) সূচ-বিহীন ভ্যাকসিন জ়াইকভ-ডি (ZyCoV-D)। ১২ বছররে বেশি বয়সিদের এই ভ্যাকসিন দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

১২ বছরের উর্ধ্বে কাদের প্রথম দেওয়া হবে ভ্যাকসিন?
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2021 | 11:05 AM

নয়া দিল্লি: করোনার তৃতীয় তরঙ্গের আশঙ্কা শুরু হয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন মহল থেকে সেই আশঙ্কার কথা বলা হয়েছে। অন্যদিকেম শিশুদের টিকাকরণের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। তবে শিশুদের টিকাকরণ শুরু হলে কাদের আগে টিকা দিতে হবে, সে ব্যাপারে বিশেষ নির্দেশ দিল সরকারি উপদেষ্টা কমিটি ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ (NTAGI)। ভারতে সদ্য ছাড়পত্র পেয়েছে জ়াইডাস ক্যাডিলার (Zydus Cadila) সূচ-বিহীন ভ্যাকসিন জ়াইকভ-ডি (ZyCoV-D)। ১২ বছররে বেশি বয়সিদের এই ভ্যাকসিন দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে NTAGI এর প্রধান এন কে আরোরা জানিয়েছেন যে, শিশুদের টিকাকরণ শুরু হলে ১২ বছরের বেশি বয়সি সেই সব শিশুদের এই ভ্যাকসিন প্রথমে দেওয়া হবে যাদে কোমোরবিডিটি (comorbiditie) রয়েছে। অর্থাৎ যারা আগে থেকে কোনও বড় রোগে আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে শিশুদের এই ভ্যাকসিন দেওয়াটাও খুব প্রয়োজনীয় বলে মনে করেন তিনি।

এন কে আরোরা আরও জানিয়েছেন, খুব শীঘ্রই ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিনও শিশুদের জন্য অনুমোদন দেওয়া হতে পারে। আর সেই প্রক্রিয়া সেপ্টেম্বর মাসের শেষ থেকে শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, অনুমতি পেলেই ৩ থেকে ১২ বছর বয়সিদের জন্যও জ়াইডাসের এই টিকার ট্রায়াল শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শারভিল প্যাটেল। তিনি জানিয়েছেন, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)-এর ছাড়পত্র পেলেই শুরু হয়ে যাবে ৩-১২ বছর বয়সিদের জন্য টিকার ট্রায়াল। বিশ্বের মোট ৫০টি দেশে জ়াইকভ-ডি টিকার ট্রায়াল চালানো হয়েছে। ১২ থেকে ১৮ বছর বয়সি ১৪০০ জনের ওপর টিকার ট্রায়াল চালানো হয়েছে বলে জানিয়েছেন এমডি শারভিল প্যাটেল। তবে এখনও পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলেই আশ্বস্ত করেছেন তিনি।

গত শুক্রবারই ভারতীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড থেকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে জ়াইডাস ক্যাডিলার এই ভ্যাকসিনকে। শনিবারই সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অক্টোবর মাস থেকেই প্রতিমাসে ১ কোটি ডোজ় ভ্যাকসিন উৎপাদন শুরু হয়ে যাবে। এটি বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন। পাশাপাশি এটি বিশ্বের একমাত্র সূচ বিহীন ভ্যাকসিনও বটে। তিন ডোজ়ের এই টিকা আগামিদিনে ভারতের টিকাকরণ কর্মসূচিতে পথ দেখাতে পারে বলে আশা বিশেষজ্ঞদের। আপাতত ১২ বছরের উর্ধ্বে শিশুদের শরীরে এই টিকা প্রয়োগ করা যাবে বলে জানা গিয়েছে।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে গতকালই বড় বিপদের বার্তা শুনিয়েছে নীতি আয়োগ। সোমবার একদিকে জাতীয় বিপর্যয় মোকাবিলা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মধ্যে নতুন করে তৃতীয় ঢেউ কতটা বিপজ্জনক হতে পারে, সেই আশঙ্কার কথা জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। নীতি আয়োগের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক করে জানানো হয়, আগামী সেপ্টেম্বর মাসে করোনার তৃতীয় ঢেউ দেশে ধাক্কা মারার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। আর তেমনটা হলে দিনপ্রতি আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৪ থেকে ৫ লক্ষ হতে পারে। আরও পড়ুন: ১০০ ছাড়াল ‘ডেল্টা প্লাস’, এখনও চোখ রাঙাচ্ছে ‘ডেল্টা’