AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: ‘আরও ২০ বছর ওখানেই থাকবেন’, সংসদে বিরোধীদের নিশানা শাহর

Amit Shah: অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় বিদেশমন্ত্রী জয়শঙ্কর একাধিকবার বিরোধীদের বাধার মুখে পড়েন। তখনই শাহ বলেন, "আপনারা নিজের দেশের বিদেশমন্ত্রীর বক্তব্য বিশ্বাস করছেন না।"

Amit Shah: 'আরও ২০ বছর ওখানেই থাকবেন', সংসদে বিরোধীদের নিশানা শাহর
সংসদে বিরোধীদের নিশানা অমিত শাহরImage Credit: PTI
| Updated on: Jul 29, 2025 | 3:06 AM
Share

নয়াদিল্লি: সংসদের অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে আমেরিকার কোনও ভূমিকা নেই। তাঁর এই বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। বিদেশমন্ত্রী বক্তব্য নিয়ে প্রশ্ন তোলায় এদিন বিরোধীদের তোপ দাগেন অমিত শাহ। তিনি বলেন, “ভারতের বিদেশমন্ত্রীর বক্তব্যে বিশ্বাস নেই বিরোধীদের। অথচ অন্য দেশের বক্তব্যে তাদের আস্থা আছে। এই নিয়ে আমার আপত্তি রয়েছে।” এরপরই বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, এই জন্য তারা বিরোধী বেঞ্চে বসে রয়েছেন। এবং আগামী ২০ বছর ওখানেই থাকবেন।

এদিন সংসদে বিরোধীদের তোপ দেগে শাহ বলেন, “তাদের দলে বিদেশিদের গুরুত্ব আমি বুঝি। তার মানে এই নয়, দলের বিষয় এখানেও চাপাবে। এই কারণে তারা বিরোধী বেঞ্চে বসে রয়েছে। এবং আগামী ২০ বছর বিরোধী বেঞ্চেই বসে থাকবে।”

অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় বিদেশমন্ত্রী জয়শঙ্কর একাধিকবার বিরোধীদের বাধার মুখে পড়েন। তখনই শাহ বলেন, “আপনারা নিজের দেশের বিদেশমন্ত্রীর বক্তব্য বিশ্বাস করছেন না।”

অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আবহ বাড়ছিল। এরপর গত ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতিতে তাঁর ভূমিকা রয়েছে। এদিন সংসদে ট্রাম্পের দাবিকে খারিজ করে দেন বিদেশমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার দিন থেকে দুই দেশের সংঘর্ষবিরতিতে সম্মত হওয়ার দিন পর্যন্ত ট্রাম্পের সঙ্গে কোনও কথা হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।