Uttar Pradesh: ডেঙ্গির উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি, যুবতীর শ্লীলতাহানির অভিযোগ কম্পাউন্ডারের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 28, 2023 | 11:36 PM

Dengue patient: ;হাসপাতালের কম্পাউন্ডারের রোগীর শ্লীলতাহানি করার ঘটনাটি পৌঁছেছে সার্কেল অফিসার হেমন্ত কুমারের কাছে। তিনি জানান, অভিযুক্ত কম্পাউন্ডারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, নির্যাতিতার পরিার অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে।

Uttar Pradesh: ডেঙ্গির উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি, যুবতীর শ্লীলতাহানির অভিযোগ কম্পাউন্ডারের
প্রতীকী ছবি।
Image Credit source: PTI

Follow Us

মুজফফরনগর: ডেঙ্গি রোগের উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২ বছরের যুবতী। ডেঙ্গি রোগেরই চিকিৎসা চলছিল। তার মধ্যেই শ্লীলতাহানির শিকার হলেন ওই যুবতী। হাসপাতালের কম্পাউন্ডার একেবারে বেডের কাছে গিয়ে ওই যুবতীর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরনগর জেলায়। হাসপাতালের CCTV ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে।

সিসিটিভি ফুটেজে কী দেখা যাচ্ছে?
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাতে অন্যান্য সমস্ত রোগী ঘুমিয়ে পড়েছেন। ওই যুবতীও হাসপাতালের বেডে শুয়ে, গায়ে বিছানার চাদর চাপা দিয়ে ঘুমোচ্ছিলেন। সেই সময় হাসপাতালের কম্পাউন্ডার, মাঝবয়সি এক ব্যক্তি ওই যুবতির বেডের কাছে গিয়ে দাঁড়িয়েছেন। তারপর তিনি বেডশিটের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে ওই মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

যুবতী রোগীর সঙ্গে কম্পাউন্ডারের অভদ্র আচরণের কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চিকিৎসক জানান, যুবতীকে অভিযুক্ত ওই কম্পাউন্ডারের নাম শোয়েব। মাস দুয়েক আগে রোগীদের সাহায্য করার জন্য তাঁকে হাসপাতালে ডাকা হয়। ওই যুবতী শারীরিকভাবে খুব দুর্বল এবং তাঁর ডেঙ্গি রোগের চিকিৎসা চলছে। তাঁর সঙ্গে যে কম্পাউন্ডার অশালীন আচরণ করেছেন, সেটা সিসিটিভি-তে ধরা পড়েছে এবং অভিযুক্ত স্বীকার করেছেন বলেও চিকিৎসক জানান।

হাসপাতালের কম্পাউন্ডারের রোগীর শ্লীলতাহানি করার ঘটনাটি পৌঁছেছে সার্কেল অফিসার হেমন্ত কুমারের কাছে। তিনি জানান, অভিযুক্ত কম্পাউন্ডারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, নির্যাতিতার পরিার অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে।

Next Article