COVID Bulletin: রাজ্য দৈনিক মৃত্য ২৭, শুধু কলকাতাতেই ১২!

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 13, 2022 | 7:33 PM

Coronavirus in West Bengal: রাজ্যে করোনায় মৃত্যু এখনও যথেষ্ট উদ্বেগজনক। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। তার মধ্যে শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ১২ জনের।

Follow Us

কলকাতা : আরও কিছুটা কমল রাজ্যে দৈনিক করোনা (COVID 19) সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত রবিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৫১২। শনিবার এই পরিসংখ্যান ছিল ৬৭২ জন। তবে রাজ্যে করোনায় মৃত্যু এখনও যথেষ্ট উদ্বেগজনক। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। তার মধ্যে শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ১২ জনের। স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দৈনিক করোনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৯৪৪ টি। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে নামলেও দৈনিক মৃত্যু কেন এখনও এতটা বেশি, তা নিয়ে একটি দুশ্চিন্তার জায়গা থেকেই যাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মতে, যেহেতু ওমিক্রনের পাশাপাশি ডেল্টা বা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এখনও পরিবেশে রয়েছে, তাই সেই ভ্যারিয়েন্টগুলির প্রভাব দৈনিক মৃত্যুতে দেখা যাচ্ছে।

একনজরে দেখে নিন কোন জেলায় কেমন করোনা পরিস্থিতি –

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

মুর্শিদাবাদ–গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭২ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-২।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-২।

হাওড়া– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৮ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮০ জন। মৃত্যু: শনিবার-৪, রবিবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৫ জন। মৃত্যু: শনিবার-৬, রবিবার-১২।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

কলকাতা : আরও কিছুটা কমল রাজ্যে দৈনিক করোনা (COVID 19) সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত রবিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৫১২। শনিবার এই পরিসংখ্যান ছিল ৬৭২ জন। তবে রাজ্যে করোনায় মৃত্যু এখনও যথেষ্ট উদ্বেগজনক। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। তার মধ্যে শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ১২ জনের। স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দৈনিক করোনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৯৪৪ টি। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে নামলেও দৈনিক মৃত্যু কেন এখনও এতটা বেশি, তা নিয়ে একটি দুশ্চিন্তার জায়গা থেকেই যাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মতে, যেহেতু ওমিক্রনের পাশাপাশি ডেল্টা বা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এখনও পরিবেশে রয়েছে, তাই সেই ভ্যারিয়েন্টগুলির প্রভাব দৈনিক মৃত্যুতে দেখা যাচ্ছে।

একনজরে দেখে নিন কোন জেলায় কেমন করোনা পরিস্থিতি –

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

মুর্শিদাবাদ–গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭২ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-২।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-২।

হাওড়া– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৮ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮০ জন। মৃত্যু: শনিবার-৪, রবিবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৫ জন। মৃত্যু: শনিবার-৬, রবিবার-১২।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article