কলকাতা: গোটা নভেম্বর শীতের জন্য অপেক্ষা করেছে বঙ্গবাসী। কিন্তু হতাশ হতে হয়েছে। বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। যার জেরে নভেম্বর মাসে ঠান্ডার রেশ অনুভূত হয়নি। কিন্তু নিম্নচাপ কাঁটা সরতেই জাঁকিয়ে পড়েছে শীত। বেলায় রোদের জন্য সামান্য গরম অনুভূত হলেও সকাল এবং রাতের দিকে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু কী বলছে আবহাওয়া অফিস? আর কতদিনই বা থাকবে শীতের আমেজ?
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আরও কিছুটা ঠান্ডা বেড়েছে রাজ্যে। একদিনে প্রায় এক ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এ পর্যন্ত আজই কলকাতার শীতলতম দিন। জেলায় ঠান্ডা আরও বেশি, পশ্চিমাঞ্চলে ১০-১১ ডিগ্রিতে নেমেছে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত ঠান্ডা থাকবে, রাতের তাপমাত্রা বাড়ার আশঙ্কা নেই। স্বাভাবিকের নিচে থাকবে সর্বোচ্চ তাপমাত্রাও।
কোথায় কত তাপমাত্রা?
পুরুলিয়া -১০.৩
বাঁকুড়া- ১০.৬
শ্রীনিকেতন -১১.০
বর্ধমান -১১.০
আসানসোল -১২.১
দিঘা -১৩.২
মেদিনীপুর -১৩.৩
হাওড়া -১৩.৫
দমদম -১৪.৬
আলিপুর -১৪.৭
উত্তরবঙ্গের ওপরের দিকে ৫ জেলা ১৩ ডিসেম্বর হালকা বৃষ্টিতে ভিজতে পারে। বাকি রাজ্য থাকবে খটখটে শুকনো। দিনের বেলায় কলকাতার তাপমাত্রা থাকবে সামান্য বাড়লেও। রাতের তাপমাত্রা কমে ১৪ ডিগ্রিতে পৌঁছতে পারে। ফলে নতুন করে যদি নিম্নচাপ, ঘূর্ণাবর্তেরতৈরি না হয় তাহলে শুকনোই থাকবে বাতাস। বইবে শিরশিরে হাওয়া। তাই সোয়েটার, চাদর, শাল, কম্বল লেপেই আপাতত ভরসা বাঙালির।