এক সঙ্গে ১৭ শিশুর শরীরে করোনা বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে

সুমন মহাপাত্র |

Dec 06, 2020 | 6:01 PM

উপাধ্যক্ষ জানিয়েছেন, সর্দি-কাশির উপর্সগ নিয়ে কয়েকজন ভর্তি হয়। কয়েকজনের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়।

এক সঙ্গে ১৭ শিশুর শরীরে করোনা বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: এক সঙ্গে ১৭ জন শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস (COVID-19)। ঘটনাটি ঘটেছে বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২১ জন শিশুর করোনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৭ জনের রিপোর্ট পজেটিভ আসে। তবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে মনে করছেন চিকিৎসকরা।

বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের উপাধ্যক্ষ সন্দীপ সামন্ত জানিয়েছেন, শিশুরা সকলে ভাল আছে। চিন্তার কোনও কারণ নেই। আরটি-পিসিআরে করোনা পজেটিভ রিপোর্ট আসে তাদের। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তদের বয়স ৬ মাস থেকে ৪ বছর। প্রত্যেকে সর্দি-কাশির উপসর্গ নিয়ে ভর্তি হয়।

আরও পড়ুন: পার্থর সব থেকে অনুগত ছিলাম, বদলি হতে হল আমাকেই: বৈশাখী

উপাধ্যক্ষ জানিয়েছেন, সর্দি-কাশির উপর্সগ নিয়ে কয়েকজন ভর্তি হয়। কয়েকজনের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। এরপরই আরটি-পিসিআর-এ রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসকদের বক্তব্য, একসঙ্গে এতজন শিশুর করোনা নির্ণয়ে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসাবে পরিচিত আরটি-পিসিআরে কোভিড ধরা পড়ার ঘটনাটি উদ্বেগজনক। গোষ্ঠীর মধ্যে সংক্রমণ কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে নতুন করে চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Next Article