Suvendu Adhikari : কয়েক সপ্তাহের মধ্যে ১৮-২০ হাজার ভুয়ো চাকরি যাওয়া উচিত : শুভেন্দু

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 23, 2022 | 10:35 PM

Suvendu Adhikari : এদিনের সভা থেকে নদিয়ার দুই বিধায়ক তাপস সাহা ও মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও তোপ দাগতে দেখা যায় শুভেন্দুকে।

Suvendu Adhikari : কয়েক সপ্তাহের মধ্যে ১৮-২০ হাজার ভুয়ো চাকরি যাওয়া উচিত : শুভেন্দু
কাঁথিতে শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

Follow Us

নদিয়া: ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১৮-২০ হাজার ভুয়ো চাকরি যাওয়া উচিত।’ নদিয়া থেকে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। প্রসঙ্গত, শুক্রবার নদিয়ার (Nadia) রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে এক জনসভার আয়োজন করে বিজেপি। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শুভেন্দু। আবাস যোজনা থেকে নিয়োগ কেলেঙ্কারি, একাধিক ইস্যু নিয়ে শুরু থেকেই এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানান শুভেন্দু। তিনি বলেন, “এই চোরগুলো পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের চাকরি চুরি করেছে। ইডি-র রিপোর্ট বলছে ৫৮ হাজার চাকরির ক্ষেত্রে জালিয়াতি করেছে শাসকদল। ১৩ লক্ষের মধ্যে ৯ হাজারের বেশি ওএমআর বদল হয়েছে এখনই বোঝা যাচ্ছে।”

এখানেই না থেমে তিনি আরও বলেন, “এসএসসিতে বলছে ২১ হাজার ৫০২ জনের চাকরি যাওয়া উচিত। প্রাইমারিতে যাঁরা সুপ্রিম কোর্টে গিয়েছিল তাঁদের শীর্ষ আদালত ফিরিয়ে দিয়েছিল। আজ কলকাতা হাইকোর্টে ৫৩ জনের হিয়ারিং হয়েছে, ৫৩ জনেরই চাকরি গিয়েছে। নদিয়া জেলার মাতব্বরাও আছে। এদেরকে পরিষ্কার করতে হবে আপনাদের।” শুভেন্দুর সাফ দাবি, ধরতে হবে ধৈর্য, ভরসা রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর, ভরসা রাখতে হবে ভারতীয় জনতা পার্টির উপর, তাহলেই ছিঁড়বে আরও দুর্নীতির জাল।

এদিনের সভা থেকে নদিয়ার দুই বিধায়ক তাপস সাহা ও মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও তোপ দাগতে দেখা যায় শুভেন্দুকে। কড়া আক্রমণ শানিয়ে বলেন, “পশ্চিমবঙ্গে একটার পর একটা দুর্নীতি আমাদের সামনে এসেছে। নদিয়ার এক বিধায়ক মানিক ভট্টাচার্য। তিনি এত খেয়েছেন যে জেলের ভিতরে আছেন। আর এক বিধায়ক তাপস সাহা। প্রকাশ্যে বলছেন কালকে তালিকা বেরোবে। রাত্রের মধ্যে বান্ডিল পৌঁছে দিয়ে যাও। অতএব আপনারা দেখতে পাচ্ছেন কারা তৃণমূলে আছেন।” এরপরই চাঞ্চল্যকর মন্তব্য করতে দেখা যায় শুভেন্দুকে। তাঁর দাবি, যা অবস্থা তাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১৮ থেকে ২০ হাজার ভুয়ো চাকরি যাওয়া উচিত। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “আপনারা ভাবছের কবে এই চোরেদের আসল শিক্ষা হবে? আমি বলি দরজা তো খুলে গিয়েছে, উদ্বোধন তো হয়ে গিয়েছে। ৯৫২ জনের ওএমআর শিট এসএসসি-র ওয়েবসাইটে উঠে গিয়েছে। এটা তো সবে শুরু হল। আমি বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, প্রাইমারি, আপার-প্রাইমারি মিলিয়ে ১৮ থেকে ২০ হাজারের ভুয়ো চাকরি আগামী কয়েক সপ্তাহের মধ্যে যাওয়া উচিত যাঁরা ওএমআর শিটে জালিয়াতি করে সাদা খাতা জমা দিয়েছেন।” 

Next Article